দক্ষিণবঙ্গ

বিলের মাটি কেটে পাচার, সাগরপাড়ায় রাস্তা অবরোধ

সংবাদদাতা, ডোমকল: অবৈধভাবে বিলের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। তারই প্রতিবাদে শনিবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। ওই ঘটনায় সাগরপাড়ার সাহেবনগর ডোমপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় প্রায় দু’ঘণ্টা শেখপাড়া-সাগরপাড়া রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও জলঙ্গির জয়েন্ট বিডিও সমস্যার সমাধানের আশ্বাস দিলে বাসিন্দারা বিক্ষোভ তুলে নেন। 
স্থানীয়দের অভিযোগ, এলাকায় একপ্রকার মাফিয়ারাজ চলছে। ওই মাফিয়ারা প্রশাসনের একাংশের মদতে সরকারি ওই বিলের মাটি কেটে বিক্রি করে দিচ্ছে। রাতভর সেই মাটি নিয়ে ইটভাটায় ছুটছে ট্রাক্টরগুলি। বেপরোয়া গতির সেইসব ট্রাক্টরের শব্দে ঘুমের ব্যাঘাত ঘটছে বাসিন্দাদের। নষ্ট হচ্ছে আশেপাশের জমির ফসল। বাড়ছে ধসের শঙ্কা। বারণ করলে মিলছে পাল্টা মাফিয়াদের হুমকি। তাই এদিন বাসিন্দারা সঙ্ঘবদ্ধ হয়ে ব্রিজের কাছে রাস্তায় বেঞ্চ পেতে অবরোধ শুরু করেন। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে শেখপাড়া-সাগরপাড়ার মতো গুরুত্বপূর্ণ রাস্তা। সারি দিয়ে দাঁড়িয়ে যায় একের পর এক গাড়ি। রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিসের তরফে একাধিকবার অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন জানালেও কাজ হয়নি। পরে জলঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম, জলঙ্গির জয়েন্ট বিডিও রকিবুল হকের আশ্বাসে অবরোধ ওঠে।
স্থানীয় বাসিন্দা টিঙ্কু শেখ বলেন, প্রত্যেকদিন রাত ১২টা থেকে ওই অবৈধ কাজকর্ম চলছে। জেসিবি দিয়ে মাটি কেটে তা বিক্রি করে দেওয়া হচ্ছে। এতে আশেপাশের জমির ফসল নষ্ট হচ্ছে। তাদের কিছু বলতে গেলে পুলিস হুমকি দিচ্ছে। মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে পুলিস। আমরা একাধিকবার বলেও সুরাহা না হওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছি।
জলঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, ওই জমি সরকারি। কাউকে টেন্ডার দেওয়া হয়নি। পুরো বিষয়টি অবৈধভাবে চলছে। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। জলঙ্গির জয়েন্ট বিডিও রকিবুল ইসলাম বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা