দক্ষিণবঙ্গ

বেহাল বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে পড়ল পর্যটক বোঝাই বাস, জখম ২০

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: খানাখন্দে ভরা বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়কে এবার দুর্ঘটনার কবলে পড়ল পর্যটকবোঝাই বাস। শনিবার সকালে কলকাতা থেকে মুকুটমণিপুর যাওয়ার পথে ইন্দপুর থানার বাগডিহা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনায় মোট ২০জন পর্যটক জখম হন। তাঁদের প্রথমে উদ্ধার করে ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পাঁচজনের আঘাত গুরুতর থাকায় তাঁদের সেখান থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সকলের অবস্থা স্থিতিশীল বলে পুলিস জানিয়েছে। 
খাতড়া মহকুমার এক পুলিস আধিকারিক বলেন, দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। রাস্তার পাশে নরম মাটিতে সামনের চাকা নেমে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে চালক আমাদের জানিয়েছেন। তবে দুর্ঘটনার আগের মুহূর্তে বাসটি অন্য একটি গাড়িকে ওভারটেক করছিল বলে আমরা জানতে পেরেছি। সেই সময় মাত্রাতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন দুর্ঘটনাগ্রস্ত পর্যটকদের জন্য পুলিস চা, জল, টিফিনের ব্যবস্থা করে। জানা গিয়েছে, শুক্রবার মাঝরাতে ৬৫জন পর্যটককে নিয়ে বাসটি কলকাতার কসবা এলাকা থেকে মুকুটমণিপুরের উদ্দেশে রওনা দেয়। একটি সংস্থার কর্মীরা সদলবলে মুটমণিপুর বেড়াতে আসছিলেন। তাঁদের পিকনিক করার কথা ছিল। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ বাসটি বাগডিহার কাছে পৌঁছনোর পর দুর্ঘটনার কবলে পড়ে। ওইসময় বাসে সওয়ার অধিকাংশ পর্যটক ঘুমিয়ে ছিল। মাঝপথে বাসটি বিকট শব্দে উল্টে যায়। পাল্টি খেয়ে বাসটি রাস্তার বাঁ পাশের মাঠে উল্টে যায়। আশপাশের গ্রামের বাসিন্দারা শব্দ শুনে ছুটে আসেন। খবর পেয়ে ইন্দপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। দ্রুত জখম পর্যটকদের উদ্ধার করে স্থানীয় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। দুর্ঘটনাগ্রস্ত বাসটির এক পর্যটক বলেন, ঘুমন্ত অবস্থাতেই আমরা দুর্ঘটনায় পড়ি। কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে একে অন্যের ঘাড়ের উপর গিয়ে সকলে পড়ে। আমরা কার্যত ব্যাগপত্রের নীচে চাপা পড়ে যাই। পুলিস কর্মী ও স্থানীয়রা উদ্ধার করে জখমদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এদিন আমরা আর মুকুটমণিপুর যাইনি। দুর্ঘটনাস্থলের কাছাকাছি রান্নাবান্না করে দিনের খাওয়া সারি। পরে সকলকে নিয়ে কলকাতা ফিরে যাওয়া হবে। ট্রাভেল এজেন্সি বিকল্প বাসের ব্যবস্থা করে। সেই বাসেই কলকাতা যাব।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়ে রয়েছে। ভরা পর্যটনের মরশুমেও মুকুটমণিপুর, সুতান, ঝিলিমিলির মতো উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রে যাওয়ার ওই গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার করা হচ্ছে না বলে অভিযোগ। খানাখন্দে ভরা ওই রাস্তার বেহাল দশা নিয়ে সম্প্রতি ‘বর্তমান’ পত্রিকায় খবর প্রকাশিত হয়। সেখানে দুর্ঘটনার আশঙ্কার কথা পর্যটক ও স্থানীয় বাসিন্দারা জানান। রাস্তা সংস্কারে উদ্যোগী হবেন বলে খাতড়ার মহকুমা শাসক শুভম মৌর্য আশ্বাস দিয়েছেন। - নিজস্ব চিত্র
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা