দক্ষিণবঙ্গ

৫ দিন নিখোঁজ থাকার পর বাঁধ থেকে পুলিসকর্মীর মেয়ের দেহ উদ্ধার, রহস্য

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পাঁচদিন নিখোঁজ থাকার পর পুলিস কর্মীর মেয়ের দেহ বাঁধ থেকে উদ্ধারের ঘটনায় পুরুলিয়া শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার ৪ নম্বর ওয়ার্ডের ভাটবাঁধ থেকে ১৩ বছরের ওই কিশোরীর দেহ উদ্ধার হয়। গত সোমবার থেকেই সে নিখোঁজ ছিল। এদিন দুপুরে বাঁধ থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিস ময়নাতদন্তে পাঠায়। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই কিশোরীর মা পুলিসকর্মী। মেয়েকে নিয়ে বেলগুমা পুলিস লাইনের কোয়ার্টারেই থাকতেন। নাবালিকার পুলিসকর্মী মায়ের দাবি, সোমবার সকালে তাঁরা যখন ঘুম থেকে ওঠেন, দেখেন তাঁর মেয়ে বিছানায় নেই। কোয়ার্টারের দরজা রাতে ভিতর থেকে বন্ধ করা হলেও সকালে তা খোলাই ছিল। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। ওইদিনই টামনা থানায় অভিযোগ দায়ের হয়। এদিন দুপুরে বেলগুমা পুলিস লাইন থেকে মাত্র দেড় কিলোমিটার দূরেই অ্যাটলাস বাঁধে মেয়ের দেহ উদ্ধার হয়। সূত্রের খবর, বাঁধে খুববেশি জল ছিল না। কিশোরীর দেহটি পাঁকজলে মুখ গুঁজে উবু হয়ে পড়েছিল। পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিভাসরঞ্জন দাস বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়া মাত্রই আমি ঘটনাস্থলে যাই। থানায় ফোন করে বিষয়টি জানাই। এদিন জল থেকে উদ্ধার করে দেহ উদ্ধার পুরুলিয়া টাউন থানার পুলিস। দেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। দেহ শনাক্ত করতে খবর দেওয়া হয় আশেপাশের থানাগুলিতেও। দেহের বর্ণনা ও ছবি দেখা মাত্রই টামনা থানার পুলিস জানায়, তাদের থানা এলাকায় একটি নাবালিকা নিখোঁজ রয়েছে। নাবালিকার পরিবারেও খবর দেওয়া হয়। এরপরেই ওই পুলিসকর্মীর মা হাসপাতালে পৌঁছে দেহ দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়েন। তবে কীভাবে নাবালিকার মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবারের তরফে খুনের তত্ত্ব খাড়া করা হচ্ছে। যদিও এদিন সন্ধ্যা পর্যন্ত থানায় লিখিত কোনও অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে টাউন থানার পুলিস। তবে প্রশ্ন উঠছে, নাবালিকাকে যদি খুন করা হয়ে থাকে, তাহলে কে বা কারা করল? কেনই বা করল?এরকম একটি জনবহুল এলাকায় দেহটি এল কীভাবে? এনিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।  
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা