খেলা

মাধি তালালের বিকল্প নিয়ে আলোচনায় কোচ-কর্তারা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলে টানা হারের ধাক্কা কাটিয়ে ক্রমশ ছন্দে ফিরছে ইস্ট বেঙ্গল। তবে গত ম্যাচে দুর্বল হায়দারাবাদ এফসি’র বিরুদ্ধে লিড নিয়েও শেষলগ্নের গোলে জয় হাতাছাড়া করেন ক্লেটন সিলভারা। এবার নতুন বছরে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্ট বেঙ্গল। আগামী ৬ জানুয়ারি ঘরের মাঠে হিজাজিদের প্রতিপক্ষ মুম্বই সিটি। তিনদিনের ছুটি কাটিয়ে বৃহস্পতিবার তারই প্রস্তুতিতে নেমে পড়ল মশাল বাহিনী।
এদিন যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডের এক প্রান্তে গোটা দলকে দু’টি ভাগে ভাগ করে পাসিং ফুটবলের মহড়া সারলেন সহকারী কোচ বিনো জর্জ। আর সেই সময় ড্রেসিং-রুমে কর্তাদের সঙ্গে বৈঠকে সারলেন কোচ অস্কার ব্রুজোঁ। জানুয়ারির ট্রান্সফার উইন্ডো কাজে লাগিয়ে দলে কয়েকটি পরিবর্তন চান তিনি। বিশেষত মাধি তালাদের জায়গায় নতুন বিদেশি দ্রুত চূড়ান্ত করতে মরিয়া তিনি। তাই গত কয়েকদিন ধরেই শীর্ষকর্তা দেবব্রত সরকার আর ইমামি কর্তা বিভাস আগরওয়ালের সঙ্গে দফায় দফায় আলোচনা সারছেন অস্কার। এদিকে, ভিসা সমস্যা মিটিয়ে শীঘ্রই দলে যোগ দেবেন সাউল ক্রেসপো।
হায়দরাবাদ ম্যাচে হাল্কা চোট পাওয়ায় বৃহস্পতিবার অনুশীলন করলেন না আনোয়ার আলি। মুম্বইয়ের বিরুদ্ধে অবশ্য তাঁর খেলা নিয়ে কোনও সমস্যা হবে না বলেই আশাবাদী টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি টানা ম্যাচের ক্লান্তি কাটাতে এদিন বিশ্রাম নেন শৌভিক চক্রবর্তী। তবে বাকিরা পুরোদমে গা ঘামান। অনুশীলনে মূলত আক্রমণভাগে জোর দেন কোচ অস্কার। চলতি মরশুমে একেবারেই ছন্দে নেই মুম্বই। ১৩ ম্যাচে ১৬টি গোল হজম করেছে পিটার ক্র্যাটকি ব্রিগেড। প্রতিপক্ষের এই দুর্বল জায়গায় আঘাত আনাই লক্ষ্য লাল-হলুদ কোচের। তাই দিমিত্রিয়স ও ক্লেটনকে সামনে রেখেই মুম্বইকে হারানোর চিত্রনাট্য লিখতে চান তিনি।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা