খেলা

রান তাড়া করতে সমস্যায় পড়বে অস্ট্রেলিয়া: প্রসিদ্ধ

সিডনি: অস্ট্রেলিয়ার মাটিতে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তনের কাহিনি ভারতের কাছে নতুন নয়। চার বছর আগেই ৩৬ রানে অল-আউটের দুঃস্বপ্ন ভুলে সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া। এবার সিডনিতে জিতে বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখার সুযোগ রয়েছে যশপ্রীত বুমরাহদের সামনে। আর সেই আশা উঁকি দিয়েছে ভারতীয় পেসারদের হাত ধরেই। চলতি সিরিজে প্রথম সুযোগেই নজর কাড়লেন প্রসিদ্ধ কৃষ্ণা। শনিবার সকালে অজি বাহিনীর ব্যাটিং লাইনে প্রথম ধাক্কা দেন বুমবুম। তারপর কাজের কাজ করেন প্রসিদ্ধ ও সিরাজ। দুই বোলারের ঝুলিতেই তিনটি করে উইকেট। আর এর ফলেই প্রথম ইনিংসে চার রানের লিড পায় গম্ভীর-ব্রিগেড। দিনের শেষে সাংবাদিক সম্মেলনে তাই আত্মবিশ্বাসের ছাপ ফুটে উঠল প্রসিদ্ধর বডি ল্যাঙ্গুয়েজে। স্পষ্টই জানালেন, ‘উইকেট থেকে বোলাররা অনেক সাহায্য পাচ্ছে। তাই চতুর্থ ইনিংসে কড়া চ্যালেঞ্জের সামনে পড়তে হবে অজি ব্যাটারদের।’
দ্বিতীয় দিনের শেষে ব্যাট হাতে ভারতের সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ১৪১ রান। লিড ১৪৫। রবিবার দুশোর গণ্ডি পার করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার। প্রসিদ্ধ মনে করছেন, ‘চেষ্টা থাকবে যত বেশি সম্ভব রান করা। তবে লিড যাই হোক না কেন লড়াই জমবেই। শনিবার উইকেটের বাউন্স ভালো কাজে লাগানো গিয়েছে। তাছাড়া পিচের বিশেষ কিছু জায়গায় বল পড়ে নড়ছে। তাই এই উইকেটে রান করা সহজ নয়।’ উল্লেখ্য, এদিন প্রসিদ্ধর সেরা শিকার স্টিভ স্মিথ। লাঞ্চের আগেই অজি রানমেশিনকে ফেরান কর্ণাটকের পেসার। এই বিষয়ে তাঁর মন্তব্য, ‘প্রথম দিকে লেংথ নিয়ে কিছু সমস্যা হচ্ছিল। তবে তা দ্রুত শুধরে নিয়েছি। স্মিথকে নিয়ে বোলিং কোচ মনি মর্কেলের সঙ্গে আলোচনা করেছিলাম। সেটাই কাজে লেগেছে।’ পাশাপাশি এই মাঠেই প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার ‘এ’ দলের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাও কাজে লেগেছে বলে জানালেন প্রসিদ্ধ।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা