খেলা

ছক কষেই কোহলিকে আউট করেন বোল্যান্ড

সিডনি: অফস্টাম্পের বলে খোঁচা দেওয়ার রোগ কিছুতেই সারছে না বিরাট কোহলির। সিডনি টেস্টের প্রথম ইনিংসে যথারীতি স্কট বোল্যান্ডের পাতা ফাঁদে পা দিয়েছেন ভারতীয় তারকা। এই প্রসঙ্গে অজি পেসারের মন্তব্য, ‘ছক কষেই কোহলিকে আউট করেছি। শুরুর দিকে অফ স্টাম্পের বল ছাড়ছিল। তারপর ওকে কিছু শট খেলার মতো বল দিই। ও যখন মনে করছিল যে, সেট হয়ে গিয়েছে, তখনই ফের লাইন বদলে পঞ্চম স্টাম্পে বল করতে থাকি। তাতেই লক্ষ্য পূরণ হয়।’
২০২১ সালে টেস্টে অভিষেক হয় বোল্যান্ডের, সেটাও ৩২ বছর বয়সে। কিন্তু প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস হ্যাজলউডের উপস্থিতিতে অস্ট্রেলিয়া দলে জায়গা পাকা করতে পারেননি। সিডনিতে কেরিয়ারের মাত্র ১৩তম টেস্ট খেলছেন বোল্যান্ড। কেউ ছিটকে গেলে তবেই তিনি সুযোগ পান। যেমন চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে হ্যাজলউডের চোটে তাঁর কপালে শিকে ছিঁড়েছে। তবে যখনই সুযোগ পান জাত চেনাতে ভুল হয় না। এদিনও অস্ট্রেলিয়ার সফলতম বোলার বোল্যান্ড। ২০ ওভারে ৩১ রানের বিনিময়ে চারটি উইকেট তুলে নিয়েছেন। কোহলি ছাড়াও তাঁর শিকার যশস্বী, পন্থ ও নীতীশ। 
স্কোরবোর্ড: ভারত ১ম ইনিংস- যশস্বী ক ওয়েবস্টার বো বোল্যান্ড ১০, রাহুল ক কনস্টাস বো স্টার্ক ৪, গিল ক স্মিথ বো লিয়ঁ ২০, কোহলি ক ওয়েবস্টার বো বোল্যান্ড ১৭, পন্থ ক কামিন্স বো বোল্যান্ড ৪০, জাদেজা এলবিডব্লু বো স্টার্ক ২৬, নীতীশ ক স্মিথ বো বোল্যান্ড ০, সুন্দর ক কেরি বো কামিন্স ১৪, প্রসিদ্ধ ক কনস্টাস বো স্টার্ক ৩, বুমরাহ ক স্টার্ক বো কামিন্স ২২, সিরাজ অপরাজিত ৩, অতিরিক্ত ২৬। মোট (৭২.২ ওভারে) ১৮৫। বোলিং: স্টার্ক ১৮-৫-৪৯-৩, কামিন্স ১৫.২-৪-৩৭-২, বোল্যান্ড ২০-৮-৩১-৪, ওয়েবস্টার ১৩-৪-২৯-০, লিয়ঁ ৬-২-১৯-১।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস- কনস্টাস ব্যাটিং ৭, খাওয়াজা ক রাহুল বো বুমরাহ ২। মোট (৩ ওভারে) ১ উইকেটে ৯। বোলিং: বুমরাহ ২-০-৭-১, সিরাজ ১-০-২-০।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা