বিনোদন

পার্শ্ব চরিত্রের জন্য জন্মাইনি

নতুন বছরের শুরুতে একান্ত আড্ডায় ভালো, মন্দের হিসেব কষলেন নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত।

২০২৫ এর পরিকল্পনা কী? 
জানি না। এতটাই অগোছালো, এলোমেলো হয়ে আছি, কিছুই ভালো লাগছে না। মা সবসময় বলত, একটু সময় দে, নিজের জন্য সময় রাখ। এত কাজ করিস না। যেতাম মায়ের কাছে, কিন্তু সময়টা বেশি দিতে পারতাম না। হঠাৎ এমন হয়ে গেল যে, শেষ তিন চার সপ্তাহ মায়ের সঙ্গে আর কথাই বলতে পারলাম না। আমাকে কিছু বলতে চেয়েছিল হয়তো, আর বলা হল না। মনে হচ্ছে মা-হীন পৃথিবীতে নতুন করে আর একবার জন্ম হয়েছে আমার (চোখের জল মুছে)। নতুন বছরের পরিকল্পনা এখনও তেমন কিছু করিনি।

এবছর তো অনেকগুলো ছবি রিলিজ?
সদ্য ‘পুরাতন’-এর পোস্টার লঞ্চ করে রিলিজ ডেটটা অ্যানাউন্স করলাম। এটা পঁচিশের অন্যতম আকর্ষণ। চৈতি ঘোষালের ‘নেভার মাইন্ড’ শেষ করলাম। তারপরে ইন্দ্রাশিস আচার্যর ‘গুডবাই মাউন্টেন’ আর ‘গাজনের ধুলোবালি’ শেষ করলাম। এইগুলো সবই পঁচিশে মুক্তি পাবে। এছাড়াও অনেক দিন ধরে আটকে থাকা ‘ছুটি’ আর সুজিত গুহর ‘অন্বেষণ’ রিলিজ করবে। ‘আমার লবঙ্গলতা’টাও আবার একবার রিলিজের কথা ভাবা হচ্ছে। অনিলাভ চট্টোপাধ্যায়ের ছবি ‘বেলা’র শ্যুটিং চলছে। সায়ন্তন ঘোষালের ‘ম্যাডাম সেনগুপ্ত’ও রিলিজ হবে। আরও দু-তিনটে প্রজেক্ট ফাইনাল হয়ে আছে, শ্যুটিং শুরু হবে এবছর। 

নায়িকার পাশাপাশি এবার কি মায়ের চরিত্রও করবেন? 
যে নায়িকা সে নায়িকাই থাকে। মানে থেকে যায়। যদি সেইভাবে সে নিজেকে ধরে রাখে। নায়িকাকে ঘিরে সিনেমাটা হতে হবে। চরিত্র কখনও মা, কখনও প্রেমিকা, কিন্তু সিনেমাটা নায়িকাকে ঘিরেই। ঋতুপর্ণা সেনগুপ্ত পার্শ্ব চরিত্রের জন্য জন্মায়নি। দেখুন, নায়িকার যুদ্ধে আজও আমি যে অবস্থানে আছি, ওই রণংদেহি মনোভাবটা যদি রাখতে না পারি, তাহলে ঋতুপর্ণা সেনগুপ্তর সিগনিফিকেন্টটা কী? এই সেদিনও রাত এগারোটার সময় পাটুলির মতো শহুরে অঞ্চলে আমার জন্য প্রায় লক্ষ মানুষ অপেক্ষা করছিলেন। এইটা দেখে আবার বাঁচতে ইচ্ছা করে। 

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যেমন ‘ইন্ডাস্ট্রি’ বলা হয়, ঋতুপর্ণা সেনগুপ্তও কি নন? 
(হেসে) কেউ কেউ বলছেন। আমাকে অনেকে লেডি সুপারস্টার, টলিকুইন বলেন। বুম্বদাকে যদি ইন্ডাস্ট্রি বলা হয় তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমি আমার কাজ দিয়ে বারবার প্রমাণ করার চেষ্টা করেছি, করে চলেছি আমি কে বা কী। ফলে কোনও একটা তকমা কোনও কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে না। আমি শর্টকাটে বিশ্বাসী নই। আমি সর্বদা নতুনকে স্বাগত জানাই। কারণ আমিও একদিন নতুন ছিলাম। 

এখনও কোন স্বপ্ন অধরা রয়ে গেল? 
এতদিন যা অর্জন করেছি সেগুলো দিয়ে যেতে চাই। আন্ডার প্রিভিলেজদের জন্য কিছু অন্তত করে যেতে চাই। এটা আমি করবই। 

২০২৩-এ যেখানে প্রায় দেড়শোর মতো বাংলা ছবি মুক্তি পেয়েছিল, ২০২৪-এ সবমিলিয়ে চল্লিশটার মতো ছবি মুক্তি পেয়েছে। এটা বাংলা ইন্ডাস্ট্রির পক্ষে কতটা আশঙ্কার? 
আমি মনে করি, এত বেশি ছবি হওয়া উচিত নয় যে মানুষ দিশাহারা হয়ে যাবে। আবার এত কম ছবিও হওয়া উচিত না যেখানে অন্যরা ‘আরে বাংলা সিনেমা এত কম হচ্ছে!’ বলে কটাক্ষ করবে। বছরে পঞ্চাশের নীচে বাংলা ছবি, সংখ্যাটা ভীষণভাবে কম। আমি বলব, এটা আমাদের কনসার্নের জায়গায় নিয়ে যাচ্ছে। 

আপনাকে ব্যঙ্গ করে ট্রোল, মিম সামলান কীভাবে? 
মানুষের হাতে এখন খুব তাড়াতাড়ি ক্ষমতা এসে গিয়েছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু এই ফেসবুকের গণতন্ত্র, শিল্পীদের আক্রমণ করার প্রবণতা, এটা সীমা ছাড়িয়ে যায়। আমার মনে হয় মানুষ যদি একটু খতিয়ে দেখতেন যে, শিল্পীরাও মানুষ। সেটা বিবেচনা করার বোধ সবার থাকবে বলছি না, কিন্তু কিছু মানুষের একদম নেই। অসম্মানজনক কথা বললে কষ্ট হয়। মনে হয়, এত পরিশ্রমের পরেও এমন ব্যবহার! 

এখনও সিনেমা পরিচালনা করলেন না কেন? 
আর একটু সময় নিচ্ছি। এখনও সেই আত্মবিশ্বাসটা তৈরি হয়নি। যেদিন হবে, আমি বলব রেডি। 

আপনার বায়োপিকে আপনাকেই পরিচালনা করার প্রস্তাব এলে করবেন? 
উরি বাবা! ভালো প্রস্তাব। এমনটা কখনও ভেবে দেখিনি। তবে আপাতত মায়ের জীবন নিয়ে কাজ করার ইচ্ছে আছে। 
প্রিয়ব্রত দত্ত
 
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা