বিনোদন

‘কেন বাদ দিলেন, এ প্রশ্ন করি না’

ওটিটির পর্দায় নানা ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন আদা শর্মা। এবার তিনি আইনজীবীর চরিত্রে। সৌজন্যে কয়েকদিন আগে মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘রীতা সান্যাল’। কেমন ছিল সেই অভিজ্ঞতা?

একই অঙ্গে অনেক রূপ
‘রীতা সান্যাল’ সিরিজে আদার চরিত্রটি এক বাঙালির। ‘ওই সিরিজে আমি একসঙ্গে দশটা চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। বলা যায় আমার স্বপ্নের চরিত্র। আইনজীবীর চরিত্র সাধারণত সিরিয়াস ধরনের হয়। কিন্তু এখানে অ্যাকশন, থ্রিলার, কমেডি সহ নানা উপাদান থাকায় তা অনেক বেশি উপভোগ্য। পাল্প ফিকশন ঘরানা নিয়ে ভারতে সেভাবে কাজ হয়নি। আমরা সেটা নিয়ে পরীক্ষানিরীক্ষা করেছি’, বলেন অভিনেত্রী।

প্রস্তুতির নানা স্তর
এই চরিত্রের জন্য নানা ধরনের প্রশিক্ষণ নিয়েছেন আদা। তার মধ্যে সবথেকে কঠিন এবং অন্যরকম ছিল ভাষার উপর ক্লাস। অভিনেত্রীর কথায়, ‘বাঙালি হলেও চরিত্রটি কখনও মহারাষ্ট্রের মানুষ কখনও হরিয়ানার। তার জন্য আমাকে বিভিন্ন ভাষার উপর উচ্চারণের প্রশিক্ষণ নিতে হয়েছে। সেটা আলাদা অভিজ্ঞতা।’

সাফল্য ও ব্যর্থতা
আদা অভিনীত ‘দ্য কেরলা স্টোরি’ বক্স অফিসে সাফল্য পেয়েছিল। আবার তাঁর ‘বস্তর: দ্য নকশাল স্টোরি’ এককথায় ব্যর্থ। এই ওঠাপড়া কীভাবে সামলান? হেসে আদা বললেন, ‘আমি সৎ ভাবে নিজের কাজটা করি। ছবি কোন সময় রিলিজ করবে, কত সংখ্যক হল পাবে, এসব আমাদের হাতে থাকে না।’

অপেক্ষা
‘১৯২০’ ছবির মাধ্যমে অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন আদা। কিন্তু তারপরই কেরিয়ারে মন্দা শুরু হয়। তাঁর কথায়, ‘প্রথম ছবি ‘১৯২০’র পর আমার হাতে কাজ ছিল না। আসলে আমি তখন মনের মতো চরিত্র পাচ্ছিলাম না। একটু অস্থির লাগত। কিন্তু ভালো কাজের জন্য অপেক্ষা করতে শিখেছি এখন।’ অডিশন দেওয়ার পর এতবার বাতিল করা হয়েছে যে, এসব জীবনে অত্যন্ত স্বাভাবিক বলেই ধরে নিয়েছেন তিনি। স্পষ্ট বললেন, ‘ইন্ডাস্ট্রির বাইরে থেকে এলে শুধু পরিশ্রম করে যেতে হবে। হার মানলে চলবে না। আমাকে কেন বাদ দেওয়া হল, এ প্রশ্ন আমি কখনও করি না। শুধু মন দিয়ে আমার কাজটা করে যাই।’
দেবারতি ভট্টাচার্য • মুম্বই
 
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা