বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা

‘সিনেমা ঘিরে কোনও ভেদাভেদ বুঝি না’

অনিল শর্মা পরিচালিত ‘বনবাস’ সদ্য মুক্তি পেয়েছে। মুখ্য চরিত্রে নানা পাটেকর। কেমন ছিল সেই জার্নি? সাক্ষাৎকারে জানালেন অভিনেতা।

মায়ের অনুপ্রেরণা
‘ছবিটা অনেকটা হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘আনন্দ’-এর মতো’, আড্ডার শুরুতেই বললেন নানা। ‘হাসি, আবেগ, অল্প অ্যাকশন— সবমিলিয়ে এটা এক পারিবারিক ছবি’, শেয়ার করলেন অভিনেতা। ‘বনবাস’ ছবিতে তাঁর চরিত্রের নাম প্রতাপ সিংঘানিয়া। চরিত্র গঠনে নাকি মায়ের থেকে অনুপ্রেরণা পেয়েছেন। আবেগী কন্ঠে অভিনেতা বলেন, ‘আমরা সাত ভাই এবং এক বোন। আমার মা তাঁর স্বামী এবং আমি ছাড়া সব সন্তানদের হারিয়েছেন। আমি একমাত্র জীবিত। কিন্তু মা-কে আমি কখনও কাঁদতে দেখিনি। ৯৯ বছর বয়সে চলে গিয়েছেন আমার মা। এই চরিত্রটি করার সময় আমি অনেক শেডস মায়ের থেকে নিয়েছিলাম।’  

পরিচালনায় হস্তক্ষেপ 
দীর্ঘ কেরিয়ারে পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে নানার। অভিনেতা হিসেবে শ্যুটিংয়ে পরিচালকের কাজে কি হস্তক্ষেপ করেন? প্রশ্ন শুনে হেসে বললেন, ‘পরিচালনার কাজে আমি ভীষণ নাক গলাই। ছবি সংক্রান্ত কোনও সৃজনশীল মতামত থাকলে তা দিই। তবে একজন পরিচালক হলেন নাবিকের মতো। তিনি তাঁর দৃষ্টিভঙ্গিকে তুলে ধরেন। একটা চিত্রনাট্য যখন লেখা হয়, সেই সময় থেকে আমি ছবির সঙ্গে পুরোপুরি যুক্ত থাকি।’ 

দর্শকের বিচার
ছবি নির্বাচনের ক্ষেত্রে কতটা খুঁতখুঁতে নানা? দীর্ঘ অভিজ্ঞতায় তিনি দেখেছেন, দর্শক হিসেবে বিচার করা উচিত। অভিনেতার কথায়, ‘চিত্রনাট্য শোনার পর যদি মনে হয় দর্শক হিসেবে আমি ছবিটা দেখব, তাহলে আমি সেই ছবিটা করি।’ দর্শকের মধ্যে যেমন ভেদাভেদে রাজি নন অভিনেতা। তেমনই সিনেমার মধ্যেও কোনও বিভেদ করতে রাজি নন তিনি। স্পষ্ট বললেন, ‘আমি মনে করি সিনেমা সকলের জন্য। সিনেমাকে ঘিরে কোনও ভেদাভেদ আমি বুঝি না। শুধুমাত্র অ্যাওয়ার্ড পাওয়ার জন্য যেসব সিনেমা তৈরি করা হয়, আমি সেসব ছবিতে অভিনয় করতে একদম পছন্দ করি না। সেই ধারণাতে কোনওদিনই বিশ্বাস নেই আমার।’
দেবারতি ভট্টাচার্য • মুম্বই
29d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা