রাজ্য

সোমবার সন্দেশখালিতে একাধিক পরিষেবা প্রদানের সূচনায় মমতা, উপকৃত ২০ হাজার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৪ সালের গোড়াতেই সংবাদ শিরোনামে উঠে এসেছিল সন্দেশখালি। জোর করে জমি দখল, মহিলাদের উপর অত্যাচারকে সামনে নিয়ে এসে রাজনৈতিক ফয়দা তোলার কোনও কসুরই বাদ দেয়নি গেরুয়া শিবির। তবে এসমস্ত অভিযোগ কোনও প্রভাবই ফেলতে পারেনি তৃণমূলের ভোট বাক্সে। মে মাসের লোকসভা ভোটে সাড়ে তিন লক্ষ ভোটের ব্যবধানে বিজেপির রেখা পাত্রকে পর্যুদুস্ত করেছিল তৃণমূল কংগ্রেস। ২২ মে এই সন্দেশখালি থেকেই ৩৫ কিলোমিটার দূরে বসিরহাট লোকসভা কেন্দ্রের ভোট প্রচারে গিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘ভোটে জিতলে আমি সন্দেশখালির মানুষের সঙ্গে দেখা করতে আসব।’ এবার ভোটের আগে দেওয়া সেই কথাই রাখতে চলেছেন বাংলার অগ্নিকন্যা। আগামী সোমবার (৩০ ডিসেম্বর) সন্দেশখালিতে পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর তাঁর আগামী বেশ কিছুদিনের কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘ভোটের আগে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল, দিদি সন্দেশখালি যাবেন না? বলেছিলাম, পরে যাব। আমি ৩০ ডিসেম্বর সন্দেশখালি যাব। সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে অন্তত ২০ হাজার মানুষের কাছে রাজ্যের নানান প্রকল্পের সুবিধা প্রদানের কাজ শুরু করে দেব। আমি মঞ্চ থেকে ১০০ জনের হাতে পরিষেবা পৌঁছে দেব।’ স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে জেলা প্রশাসনের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। জানা গিয়েছে, আজ শুক্রবার জেলাশাসক ও পুলিস সুপারকে নিয়ে অনুষ্ঠান স্থল পরিদর্শনে যাবেন দমকল মন্ত্রী সুজিত বসু। 
প্রসঙ্গত, সন্দেশখালি কান্ডের জেরেই প্রকাশ্যে আসে এলাকার তৃণমূল নেতা শেখ শাজাহানের নাম। দলের তরফে মানুষের উপর অত্যাচারীদের বিরুদ্ধে কোনরকম সহানুভূতি যে দেখানো হবে না, সেই বার্তা দেওয়া হয়। একইসঙ্গে নানা ভিডিও ফুটেজ প্রকাশ্যে এনে সন্দেশখালিকে সামনে রেখে কী ভাবে রাজ্যের ভাবমূর্তিতে আঘাত করা হচ্ছে, তাও তুলে ধরা হয়েছিল রাজ্যের শাসক দলের তরফে। বসিরহাট কেন্দ্রে ভোট জেতার কিছুদিনের মধ্যেই অসুস্থতার জেরে মৃত্যু হয় সাংসদ হাজি শেখ নুরুল ইসলামের। ফলে এই কেন্দ্রের উপনির্বাচনের দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। এই আবহে মুখ্যমন্ত্রীর সন্দেশখালিতে প্রশাসনিক কর্মসূচি রাজনৈতিক ভাবেও যথেষ্ট গুরুত্বপূর্ন বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। 
এছাড়াও, এদিন মন্ত্রিসভা আলিপুর চিড়িয়াখানার বিপরীতে রাজ্যের জমিতে একটি শপিং কমপ্লেক্স তৈরির ছাড়পত্র দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখানে বর্তমানে একটি অ্যাকোয়ারিয়াম ও একটি পশু চিকিৎসা কেন্দ্র আছে। পশু চিকিৎসা কেন্দ্রটি তৈরি হবে চিড়িয়াখানার ভিতরে। শপিং মলের সামনেই ছোট আকারে থাকবে ওই অ্যাকোয়ারিয়াম। আর এই মলে রাজ্যের তৈরি চর্মজাত দ্রব্য ও বাংলার শাড়ি বিপণন কেন্দ্র থাকবে। আগামী ২ জানুয়ারি নবান্ন সভাঘরে রাজ্যস্তরের পর্যালোচনা বৈঠক করবেন মমতা। এরপর ৮ জানুয়ারি বাবুঘাট থেকে ই-ভেসেল ও ২৮ জানুয়ারি কলকাতা বই মেলার উদ্বোধন করবেন মমতা। রাজ্যে আইটিসি গোষ্ঠী আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের (এআই) গ্লোবাল হাব গড়বে বলেও জানিয়েছেন মমতা।
 অন্যদিকে, জানা গিয়েছে, আগামী ৬ জানুয়ারি গঙ্গাসাগর যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
15h 15m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা