রাজ্য

৬টি দমকল কেন্দ্রে ২৬৪ জনকে নিয়োগের ছাড়পত্র মন্ত্রিসভার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের অগ্নিনির্বাপণ ব্যবস্থায় বিশেষ গুরুত্ব রাজ্যের। রাজ্যে একের পর এক নতুন দমকল কেন্দ্র চালু হচ্ছে। তার সঙ্গেই পাল্লা দিয়ে কর্মী নিয়োগেও বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার দমকল দপ্তরে ২৬৪ জনের নিয়োগের ছাড়পত্র দিল মন্ত্রিসভা। জঙ্গিপুর ও দাঁইহাটের নতুন দুটি দমকল কেন্দ্র চালু হবে শীঘ্রই। তার সঙ্গে রয়েছে গড়বেতা, দুবরাজপুর, দেগঙ্গা এবং দেবগ্রাম। এই ছ’টি দমকল কেন্দ্রের জন্যেই এই নিয়োগের সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। নিয়োগ হবে স্টেশন অফিসার, সাব অফিসার, ফায়ার ইঞ্জিন অপারেটর কাম ড্রাইভার, লিডার, আপার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে লোয়ার ডিভিশন ক্লার্ক। এক একটি কেন্দ্রে ৪৪ জন করে দমকল কর্মীর প্রয়োজন পড়ে। 
এছাড়া অগ্নিনির্বাপণ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানুয়ারির প্রথম সপ্তাহতেই আড়াই হাজার, পাঁচ হাজার ও ১৪ হাজার লিটার জলধারণ ক্ষমতা সম্পন্ন মোট ৭৫টি দমকল গাড়ি আসতে চলেছে। এই সমস্ত দমকলের গাড়ি ও জঙ্গিপুর দমকল কেন্দ্রের উদ্বোধন হওয়ার কথা রয়েছে বছরের শুরুতেই। উদ্বোধন করার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে বলেই সূত্রের খবর। 
অন্যদিকে, নন্দীগ্রাম সহ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের অনুমোদিত চারটি বড় পানীয় জল প্রকল্পের কাজ ২০২৫ সাল পর্যন্ত চালানোর অনুমতিও এদিন মন্ত্রিসভা দিয়েছে বলেও জানা গিয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ৬০ জন অস্থায়ী ইঞ্জিনিয়ারের আরও একবছর মেয়াদ বৃদ্ধির ছাড়পত্রও এদিন দেওয়া হয়েছে মন্ত্রিসভার তরফে।
15h 15m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা