রাজ্য

দীর্ঘ পাঁচ বছর পর অবশেষে ১২ জন জেএমবি জঙ্গির বিচারের প্রক্রিয়া শুরু

সুকান্ত বসু, কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর ধৃত ১২ জন জেএমবি জঙ্গির বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে। তারা কলকাতা পুলিসের এসটিএফের হাতে ধরা পড়েছিল। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়ে গিয়েছে। এই ‘হাই প্রোফাইল’ মামলার শুনানির দিন ধার্য হয়েছে আগামী ৯ জানুয়ারি। কলকাতা নগর দায়রা আদালতে চলা এই মামলায় ১২ জন জঙ্গির মধ্যে আটজন বর্তমানে জেল হেফাজতে রয়েছে। বাকি চারজন আছে জামিনে। আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলায় পুলিস নির্দিষ্ট সময়ে চার্জশিট দিলেও পরবর্তীকালে ধৃতদের বিরুদ্ধে তিন দফায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে। মামলার বিশেষ সরকারি আইনজীবী গণেশ মাইতি জানিয়েছেন, নানা আইনি গেরোয় বার বার থমকে গিয়েছে শুনানি। একের পর এক পিটিশন জমা পড়েছে এবং তার জেরে শুনানির দিনও বেড়েছে। আমরা মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছি আদালতে। বিচারক আগামী ৯ জানুয়ারি চার্জ গঠনের শুনানির দিন ধার্য করেছেন। ধৃতদের আইনজীবী ফজলে আহমেদ খান বলেন, এই মামলাকে ঘিরে একাধিক অসঙ্গতি রয়েছে। আমরা বিষয়গুলি আদালতের সামনে তুলে ধরেছি। তার জন্য শুনানি অনেক সময় দীর্ঘায়িত হয়েছে।
কী অভিযোগ ছিল? আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে গোপন সূত্রে খবর পেয়ে লালবাজারের এসটিএফের অফিসাররা কলকাতা স্টেশন এলাকা থেকে জেএমবি’র পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করে। পরে তাদের জেরা করে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে আরও কয়েকজনকে ধরা হয়। তদন্তকারীরা জানতে পারেন, চক্রের মাথাদের কয়েকজন অন্য মামলায় সংশোধনাগারে রয়েছে। এরপর কোর্টের অনুমতি নিয়ে বাকি জঙ্গিদের ‘শোন অ্যারেস্ট’ দেখিয়ে এই মামলায় যুক্ত করে হেফাজতে নেয় এসটিএফ। মামলার তদন্ত চলাকালীন পুলিসের হাতে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। বাজেয়াপ্ত করা হয় নিষিদ্ধ সংগঠন জেএমবির বিভিন্ন পত্র‑পত্রিকা, ম্যাপ, বিস্ফোরক ইত্যাদি। 
পুলিস তাদের জেরা করে জানতে পারে, শহরে সন্ত্রাসবাদী ও নাশকতামূলক কাজকর্মের জন্য অভিযুক্তরা ষড়যন্ত্র করেছিল। শুধু কলকাতা নয়, শহরতলিতেও তারা জাল ছড়িয়েছে বলে জানতে পারে পুলিস। ধৃতদের বক্তব্য রেকর্ড করার পর তাদের মুখোমুখি বসিয়েও জেরা করা হয়েছ। দীর্ঘ টালবাহানার পর অবশেষে এই মামলার বিচার শুরু হতে চলেছে।
15h 15m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা