খেলা

কনস্টাস ইস্যু: বিরাট কোহলিকে চরম অপমান অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের

সিডনি, ২৭ ডিসেম্বর: অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলির চরম অপমানের শিকার বিরাট কোহলি! কারণ গতকাল, বৃহস্পতিবার মেলবোর্নে বক্সিং ডে টেস্ট শুরুর প্রথম দিনেই মাঠে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। আসলে গতকাল, চতুর্থ টেস্টের প্রথম দিনে দশম ওভারের শেষে,  গ্লাভস খুলতে খুলতে অপর প্রান্ত থেকে উসমান খাওয়াজার দিকে এগিয়ে আসতে দেখা যায় স্যাম কনস্টাসকে। উল্টোদিক থেকে বল হাতে তাঁর লাইনেই হাঁটতে শুরু করেন বিরাট কোহলিও। ক্রিজের মাঝামাঝি দু’জনের ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে অজি ওপেনার বিরাট কোহলির উদ্দেশ্যে কিছু একটা বলেন। পাল্টা জবাবে দেরি করেননি ভারতীয় সুপারস্টার। উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়া দুই ক্রিকেটারকে শান্ত করার চেষ্টা চালান উসমান খাওয়াজা। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন আম্পায়ারও। বক্সিং ডে টেস্টের শুরুতেই কোহলি-কনস্টাসের এই সংঘর্ষ নিয়ে আলোড়ন পড়ে যায় গোটা বিশ্ব ক্রিকেটে। পুরো বিষয়টিতে অবশ্য ভারতীয় তারকাকেই দোষী সাব্যস্ত করা হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি এক বিবৃতিতে গতকাল জানায়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কনস্টাসকে ধাক্কা মেরে আইসিসি কোড অব কনডাক্টের ২.১২ ধারা লঙ্ঘন করেছেন বিরাট কোহলি। শাস্তিস্বরূপ তাঁর ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা ধার্য হয়েছে। পাশাপাশি একটি ডি মেরিট পয়েন্টও দেওয়া হয়েছে তাঁকে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে আজ, শুক্রবার সকাল থেকেই বিরাট কোহলিকে নিয়ে কাটা ছেঁড়া করেছে অস্ট্রেলিয়ার নানা সংবাদমাধ্যম। অস্ট্রেলিয়ার এক সংবাদপত্র ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়া’ বিরাটকে ক্লাউন ওরফে জোকার বলে আক্রমণ করেছেন। তাঁর ছবি এডিট করে ক্লাউনের মতো সাজানো হয়েছে। আবার কোনও সংবাদপত্রে কটাক্ষ করে আঁকা হয়েছে কার্টুনও। এমনকী কোহলির, কনস্টাসকে ধাক্কা মারার ঘটনার খবর করতে গিয়েও হেডলাইনে সমালোচনা করা হয়েছে ভারতীয় তারকা ক্রিকেটারের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের এই আচরণে বেজায় ক্ষুব্ধ রবি শাস্ত্রী থেকে ভারতের প্রাক্তন ক্রিকেটাররা।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা