খেলা

স্যাম কনস্টাসের সঙ্গে ধাক্কা, জরিমানা গুনলেন কোহলি

মেলবোর্ন: বক্সিং ডে টেস্টের দশম ওভার শেষ। গ্লাভস খুলতে খুলতে অপর প্রান্ত থেকে উসমান খাওয়াজার দিকে এগিয়ে আসছেন স্যাম কনস্টাস। উল্টোদিক থেকে বল হাতে তাঁর লাইনেই হাঁটতে শুরু করেন বিরাট কোহলিও। ক্রিজের মাঝামাঝি দু’জনের ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে অজি ওপেনার বিরাট কোহলির উদ্দেশে কিছু একটা বলেন। পাল্টা জবাবে দেরি করেননি ভারতীয় সুপারস্টার। উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়া দুই ক্রিকেটারকে শান্ত করার চেষ্টা চালান উসমান খাওয়াজা। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন আম্পায়ারও। বক্সিং ডে টেস্টের শুরুতেই কোহলি-কনস্টাসের এই সংঘর্ষ নিয়ে আলোড়ন পড়ে যায়। পুরো বিষয়টিতে অবশ্য ভারতীয় তারকাকেই দোষী সাব্যস্ত করা হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কনস্টাসকে ধাক্কা মেরে আইসিসি কোড অব কনডাক্টের ২.১২ ধারা লঙ্ঘন করেছেন বিরাট কোহলি। শাস্তিস্বরূপ তাঁর ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা ধার্য হয়েছে। পাশাপাশি একটি ডি মেরিট পয়েন্টও দেওয়া হয়েছে তাঁকে। উল্লেখ্য, ২০১৯ সালের পর প্রথমবার শাস্তির মুখে পড়েলেন ভিকে।
আইসিসি’র তরফে আরও জানানো হয়েছে, ম্যাচ রেফারির কাছে বিরাট কোহলি তাঁর দোষ মেনে নিয়েছেন। তাই এই ঘটনার আলাদা করে শুনানির প্রয়োজন নেই। যদিও ডি মেরিট পয়েন্ট পাওয়ায় ভারতীয় অনুরাগীরা চিন্তায় ছিলেন, পরের টেস্টে বিরাট খেলতে পারবেন তো? নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মধ্যে চারটি ডি মেরিট পয়েন্ট পেলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। গত ২৪ মাসে যেহেতু এটা ভারতীয় তারকার প্রথম ডি মেরিট পয়েন্ট, তাই সিডনিতে খেলতে কোনও বাধা নেই বিরাটের। তবে ভারতীয় মহাতারকার এমন আচরণের সমালোচনা করতে ছাড়েননি প্রাক্তনরা। রিকি পন্টিং বলেছেন, ‘বিরাট জেনে বুঝে পথ পাল্টে কনস্টাসকে ধাক্কা দিয়েছে। পরে হয়তো এই ঘটনার জন্য অনুশোচনা হবে ওর।’ সুনীল গাভাসকরের মন্তব্য, ‘সরে গেলে কেউ ছোট হয়ে যেত না। যদিও প্রাথমিকভাবে মনে হয়েছিল, দু’জনেই নীচের দিকে তাকিয়ে ছিল।’
কনস্টাস আবার বিরাট কোহলির বড় ভক্ত। সেটা একাধিকবার প্রকাশ্যে বলেছেন তিনি। তবে মাঠের মধ্যে আইডলকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি ছিলেন না ১৯ বছরের তরুণ। যদিও ম্যাচের পর তাঁকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘উত্তেজনার মুহূর্তে এমন একটু আধটু হয়েই থাকে। মাঠের লড়াই মাঠেই ছেড়ে আসা উচিত।’
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা