খেলা

ব্যর্থ রোহিত-কোহলি, মেলবোর্ন টেস্টে ব্যাটিংয়ের পর বোলিংয়েও দাপট অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, ২৭ ডিসেম্বর: ফের সেই একই দুরাবস্থা। অস্ট্রেলিয়ার বোলারদের কাছে মুখ থুবড়ে পড়ল ভারত। দ্বিতীয় দিনেও চালকের আসনে অজিরা। গতকাল, বৃহস্পতিবার মেলবোর্নে চতুর্থ টেস্টের শুরু হয়। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তারপরেই মাঠে নেমে গতকাল, শুরু থেকেই ভারতীয় বোলারদের চাপে ফেলে দেন অজি ব্যাটাররা। অভিষেকেই ৬৫ বলে ৬০ রান করেন স্যাম কনস্টাস। অর্ধশতরান করেন উসমান খাওয়াজা (৫৭), মার্নাস লাবুশানে (৭২)। গতকালের হাফ সেঞ্চুরির পর আজ, শুক্রবার স্টিভ স্মিথের শতরানের জেরে অস্ট্রেলিয়ার স্কোর গিয়ে দাঁড়ায় ৪৭৪। জবাবে ব্যাট করতে নামে ভারত। তবে শুরুতেই ধাক্কা খান রোহিত শর্মা। প্যাট কামিন্সের বলে মাত্র ৩ রানে আউট হন রোহিত। পরে খেলা ধরেন লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল। তবে বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি রাহুলও। অজি অধিনায়কের বলেই বোল্ড হয়ে যান রাহুল (২৪)। ক্রিজে নামেন বিরাট কোহলি। তারপরেই ছন্দে ফেরে ভারতীয় ব্যাটিং। হাফ সেঞ্চুরি করেন জয়সওয়াল। কিন্তু সেই তাল কাটে একটি ভুলে। রান আউট হয়ে যান জয়সওয়াল (৮২)। তারপরেই ৩৬ রানে সাজঘরে ফেরেন কোহলিও। নাইট ওয়াচম্যান হিসেবে নামলেও ০ রানে আউট হয়ে যান আকাশ দীপ। দ্বিতীয় দিনের খেলার শেষে ভারতের স্কোর ১৬৪/৫। পিছিয়ে ৩১০ রানে। ৬ রানে ব্যাট করছেন ঋষভ পন্থ ও ৪ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে গেলে মেলবোর্নের বক্সিং ডে টেস্টে জিততেই হবে ভারতকে। কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের পর, বোলিংয়ের দাপটের জেরে ভারতের রুখে দাঁড়ানোই এখন চ্যালেঞ্জের মুখে।

 
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা