কলকাতা

আবাসনের অনুমোদন নিয়ে নির্মিত ভবনে বাণিজ্যিক কাজ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আবাসন বা ফ্ল্যাটবাড়ি (রেসিডেন্সিয়াল) তৈরির অনুমোদন নেওয়া হচ্ছে পুরসভা থেকে। বাস্তবে দেখা যাচ্ছে, সেই বিল্ডিং ব্যবহার করা হচ্ছে বাণিজ্যিক (কমার্শিয়াল) উদ্দেশ্যে। ব্যবসা চালানোর জন্য ভাড়াও দেওয়া হচ্ছে। শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এমনই নির্দিষ্ট কিছু অভিযোগ জানিয়ে ফোন আসে। এর পরিপ্রেক্ষিতে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বিল্ডিং এবং সার্ভেয়ার বিভাগকে সমীক্ষা করার নির্দেশ দিয়েছেন। সমীক্ষার পর এই ধরনের সমস্যা সমাধানের জন্য আইন আনা যায় কি না, তা নিয়েও ভাবনাচিন্তার কথা জানিয়েছেন মেয়র।
খিদিরপুর, ফ্যান্সি মার্কেট, চাঁদনি, বউবাজার, বড়বাজারের মতো এলাকায় দেখা যাচ্ছে, পুরসভা থেকে রেসিডেন্সিয়াল নির্মাণের প্ল্যান পাশ করিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার চলছে দেদার। এর ফলে পুরসভার প্রচুর রাজস্ব ক্ষতি হচ্ছে। অভিযোগকারী চাঁদনি এবং ফ্যান্সি মার্কেট এলাকার নির্দিষ্ট কিছু বিল্ডিংয়ের ঠিকানাও দেন মেয়রকে। তখনই বিল্ডিং এবং সার্ভেয়ার বিভাগকে সমীক্ষার নির্দেশ দেন মেয়র। তিনি বলেন, ‘অনেক জায়গায় রেসিডেন্সিয়াল থেকে কমার্শিয়ালে কনভার্ট করে নিচ্ছে। পুরসভার রাজস্ব ক্ষতি হচ্ছে। কড়া আইন আনা প্রয়োজন।’ তিনি জানান, ৪২টি ছোট ব্যবসা রেসিডেন্সিয়াল জায়গায় করা যায়। কিন্তু তার জন্য দমকল বিভাগের নিয়মকানুন মানতে হয়। আরও বেশ কিছু শর্ত আছে। সেসবের ফাঁক গলে সম্পূর্ণ রেসিডেন্সিয়াল ভবনকে পুরোপুরি বাণিজ্যিক কাজে লাগানো হচ্ছে। এই প্রেক্ষিতে তিনি আরও বলেন, ‘শহরের কোথায় কোথায় বাণিজ্যিক জোন তৈরি হয়েছে, তার তালিকা তৈরি করতে বলেছি। সেক্ষেত্রে ওই সমস্ত অঞ্চলে নতুন করে আর রেসিডেন্সিয়াল বা আবাসনের অনুমোদন দেওয়া হবে না। সেখানে বাণিজ্যিক কাজে ব্যবহার হয় এমন বিল্ডিংই নির্মাণ করতে হবে। তার জন্য আইন সংশোধন করতে হবে।’ এক বিভাগীয় কর্তা বলেন, ‘এই ধরনের জোন নির্ধারণের দায়িত্ব রয়েছে কেএমডিএর হাতে। তাই সার্ভে করার পর সেই প্রস্তাব কেএমডিএর কাছে পাঠাতে হবে। ল্যান্ড ইউটিলাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কন্ট্রোল প্ল্যানে পরিবর্তন আনতে হয়। তাতেও নানা শর্ত রয়েছে। ফলে, সব দিক খতিয়ে দেখে আইন সংশোধন করতে হবে। প্রক্রিয়াগুলি শুরুর নির্দেশ দিয়েছেন মেয়র।’
14h 14m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা