কলকাতা

বোর্ড মিটিংয়ে টানা গরহাজির কাউন্সিলার, চেয়ারম্যানের কাছে ‘জবাব’ তলব

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ২০২২ সালে পুরবোর্ড গঠনের পর কেটে গিয়েছে প্রায় আড়াই বছর। কিন্তু এতদিনে ৫৪টি বোর্ড মিটিংয়ের মধ্যে মাত্র একটি মিটিংয়ে এসেছেন বারাসত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলার সুনীল মুখোপাধ্যায়। এই বর্ষীয়ান কাউন্সিলারের গরহাজিরা নিয়ে বর্তমান চেয়ারম্যানের কাছে ‘জবাব’ চাইলেন জেলাশাসক। বিষয়টি জানাজানি হতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বর্ষীয়ান তৃণমূল নেতা সুনীল মুখোপাধ্যায় পেশায় ছিলেন শিক্ষক। বারাসত পুরসভায় দু’বার চেয়ারম্যানও ছিলেন তিনি। ২০২২ সালে পুর-নির্বাচনে তিনি ২৪ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হন। এবার তাঁকে অবশ্য চেয়ারম্যান করেনি দল। তাঁর বদলে চেয়ারম্যান হন অশনি মুখোপাধ্যায়। তারপর থেকে বারাসত শহরের রাজনীতিতে সুনীল বনাম অশনির দ্বন্দ্ব সর্বজনবিদিত। চেয়ারম্যান থেকে সরে যাওয়ার পর পুরসভা পরিচালিত সিরাজ উদ্যান নিয়েও প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানের দ্বৈরথ প্রকাশ্যে এসেছে। এর মধ্যে সম্প্রতি সামনে এসেছে গত দু’বছরের বোর্ড মিটিংয়ের উপস্থিতি। জানা গিয়েছে, ২০২২ সালে বোর্ড মিটিং হয়েছে ১৩টি, ২০২৩ সালে ২৭টি ও ২০২৪ সাল অর্থাৎ চলতি মাস পর্যন্ত বোর্ড মিটিং হয়েছে ১৪টি। পুরসভার বর্তমান চেয়ারম্যানের দাবি, মাত্র একটি মিটিংয়ে উপস্থিত ছিলেন সুনীলবাবু। নিয়ামানুযায়ী পুরসভা সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত বোর্ড মিটিংয়েই ঠিক হয়। তাই, পরপর তিনটি মিটিংয়ে কোনও কাউন্সিলার উপস্থিত না থাকলে চেয়ারম্যানকে তার কারণ জানাতে হয়। প্রাক্তন চেয়ারম্যান তেমন কিছু জানাননি বলে দাবি বর্তমান চেয়ারম্যানের। বিষয়টি জানতে পেরে জেলাশাসক শরদকুমার দ্বিবেদী বর্তমান চেয়ারম্যানকে এই ব্যাপারে জবাবদিহি করতে বলেছেন। এ নিয়ে অশনি মুখোপাধ্যায় বলেন, বর্তমান পুরবোর্ডের প্রথম মিটিংয়ের পর সুনীলবাবু আসেননি। তাঁর অনুপস্থিতি নিয়ে সাধারণ মানুষই জেলাশাসককে চিঠি দিয়েছেন। তাই জেলাশাসক আমার কাছে কারণ জানতে চেয়েছেন। তার উত্তরও আমি দিয়েছি।
এ নিয়ে সুনীল মুখোপাধ্যায় বলেন, গতানুগতিক বোর্ড মিটিংয়ে গিয়ে কোনও লাভ হয় না। আমার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিলে ‘ডিফেন্ড’ করার মানসিকতা আমার রয়েছে। এর বেশি কিছু বলব না। যা বলার দলকে জানাব। এ নিয়ে কটাক্ষ করেছেন পুরসভার বিরোধী দলনেতা বরুণ ভট্টাচার্য। তিনি বলেন, প্রত্যেক জনপ্রতিনিধির মিটিংয়ে থাকা জরুরি। কিন্তু বারাসত পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুনীলবাবু আসেন না। এটা তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল। এদিকে, বিজেপি নেতা তাপস মিত্রের টিপ্পনি, রাজ্যে বিভিন্ন পুরসভার চেয়ারম্যান বদল নিয়ে কানাঘুষো চলছে। আর কারা বোর্ড মিটিংয়ে শামিল হন না, তা সামনে আনা হোক।
14h 14m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা