কলকাতা

বনগাঁ সীমান্তের নিরাপত্তা বাড়াতে ৫০ সিসি ক্যামেরা

সংবাদদাতা, বনগাঁ: বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে সীমান্তে বাড়তি নজরদারি। অপ্রীতিকর অবস্থা রুখতে বসল সিসি ক্যামেরা। বনগাঁ ব্লকের ছয়ঘরিয়া পঞ্চায়েত এলাকার সীমান্তে শুক্রবার ৫০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। পঞ্চায়েতের নিজস্ব তহবিলের টাকায় তা বসেছে বলে জানা গিয়েছে। ভবিষ্যতে আরও বসবে।
প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনে তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ভারতের সঙ্গে সম্পর্কের উপরও প্রভাব ফেলেছে। বাংলাদেশ ছাড়ছেন অনেকে। এই অবস্থায় পেট্রাপোল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বাড়তে পারে বলে আশঙ্কা। তা মাথায় রেখে সীমান্তে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। এবার তা জোরদার করতে পেট্রাপোল সীমান্তে বসল সিসি ক্যামেরা। ছয়ঘরিয়া পঞ্চায়েতের প্রায় পুরোটাই বাংলাদেশ সীমান্ত। এখান দিয়ে অতীতে একাধিকবার জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। বাংলাদেশ থেকে এদেশে এসে নানা ধরনের অসামাজিক কাজে যুক্ত হয়ে আবার চোরাপথে ওদেশে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে থাকে। আক্রান্ত হন পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। তাঁদের সুরক্ষার কথা মাথায় রেখে অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে ক্যামেরা বসানো হয়। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, তহবিলের প্রায় ছ’লক্ষ টাকা খরচ করে প্রথম পর্যায়ে ৫০টি ক্যামেরা বসানো হয়েছে। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান উমা ঘোষ বলেন, ‘পঞ্চায়েত এলাকার মানুষকে নিরাপদে রাখা এবং বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে ক্যামেরা বসানো হয়েছে।’ সূত্র মারফত জানা গিয়েছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যাতে চোরাপথে এদেশে না আসতে পারে তার উপর নজর রাখতে বলা হয়েছে সব সদস্যকে। 
14h 14m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা