খেলা

খাদের কিনারায় অধিনায়ক রোহিত

মেলবোর্ন: অভাগা যেদিকে চায়, সাগর শুকায়ে যায়...। রোহিত শর্মার অবস্থা এখন সেরকমই। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টিম ইন্ডিয়া। ওপেনার হিসেবে চূড়ান্ত ব্যর্থ হন হিটম্যানও। অস্ট্রেলিয়া সফরে দ্বিতীয় ম্যাচে পরিস্থিতির চাপে তিনি ছ’নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু তাতেও ঘোরেনি ভাগ্যের চাকা। গত টেস্টে প্রাপ্তি ছিল শুধুই হতাশা। বক্সিং ডে টেস্টে শুভমান গিলকে ছেঁটে তিন নম্বরে লোকেশ রাহুলকে ঠেলে ফের ওপেন করতে নেমেছিলেন ভারত অধিনায়ক। অনেকেই আশা করেছিলেন, গুরুত্বপূর্ণ ম্যাচে ঝলসে উঠবে হিটমানের ব্যাট। কিন্তু ১২ বল খেলে তাঁর সংগ্রহ মাত্র ৩। কামিন্সের যে খাটো লেংথের ডেলিভারিতে তিনি মিড-অনে সহজ ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন, তা অতীতে বহুবার অনায়াসে পাঠিয়েছেন সীমানার বাইরে। তাই প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই বলছেন, ইনিংসের পর ইনিংস ব্যর্থ হওয়ায় রোহিতের ফোকাস টলে গিয়েছে। ফলে শট খেলার সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন তিনি। তারই প্রমাণ মেলবোর্নে ‘ব্রেন ফেড’ হয়ে আউটের ঘটনা। আর এটা হয় মূলত আত্মবিশ্বাসে চিড় ধরলে।
গত ১৪টি ইনিংসে রোহিতের সংগ্রহ ১৫২। এর মধ্যে বক্সিং ডে টেস্ট ধরলে আটবার তিনি আউট হয়েছেন এক সংখ্যার ঘরে। বিশেষজ্ঞদের মতে, এভাবে দিনের পর দিন চলতে পারে না। টি-২০ বিশ্বকাপ জয়ের সুবাদে এখনও পর্যন্ত তিনি টেস্ট দলে টিকে। তবে খাদের কিনারায় দাঁড়িয়ে রোহিত। অস্ট্রেলিয়ার মাটিতে ভারত যদি টেস্ট সিরিজ হারে, তাহলে হিটম্যানের নেতৃত্ব নিয়ে টানাহ্যাঁচড়া শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার স্বপ্নভঙ্গের সাক্ষী হবে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে সিরিজের বাকি প্রতিটি ইনিংসই রোহিতের কাছে অস্তিত্বের লড়াই। বলা ভালো, মেলবোর্নে দ্বিতীয় ইনিংস হিটম্যানের কাছে টেস্ট দলে জায়গা ধরে রাখার অগ্নিপরীক্ষা।
অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচে তাঁর অনুপস্থিতিতে বুমরাহ দুর্দান্ত নেতৃত্ব দিয়েছিলেন। টিম ইন্ডিয়া জিতেছিল ২৯৫ রানে। রোহিতের বিকল্প পেয়ে যাওয়ায় টিমের স্বার্থে কঠিন পদক্ষেপ নিতে দু’বার ভাববে না বোর্ড।
14h 14m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা