খেলা

ওড়িশাকে হারিয়ে শেষ চারে বাংলা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্তোষ ট্রফিতে বাংলার দুরন্ত ফর্ম অব্যাহত। বৃহস্পতিবার শেষ আটের লড়াইয়ে ওড়িশাকে ৩-১ গোলে হারাল সঞ্জয় সেনের ছেলেরা। শুরুতে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বঙ্গ ব্রিগেড। গোল করে ও করিয়ে ম্যাচের নায়ক নরহরি শ্রেষ্ঠা। এছাড়া বাংলার হয়ে স্কোরশিটে নাম তোলেন রবি হাঁসদা ও মনোতোষ মাঝি। ওড়িশার একমাত্র গোলটি রাকেশ ওরামারের। ধাক্কা খেয়েও ছেলেরা যেভাবে লড়াইয়ে ফেরে, তার ভূয়সী প্রশংসা করেন কোচ সঞ্জয় সেন। তাঁর কথায়, ‘আগেই বলেছিলাম, ওড়িশার বিরুদ্ধে লড়াইটা কঠিন হতে চলেছে। ওদের পরিকাঠামো ভারতীয় ফুটবলে সবচেয়ে ভালো। তাই দলটিকে হাল্কাভাবে নিলে ভুগতে হতো। কঠিন ম্যাচে দারুণ লড়াই মেলে ধরেছে ফুটবলাররা।’
গত কয়েক বছর সন্তোষ ট্রফিতে বারবার ব্যর্থ হয়েছে বাংলা। চলতি আসরে সাফল্যের ব্যাপারে বদ্ধপরিকর সঞ্জয় সেনের ছেলেরা। গ্রুপ পর্বে অপরাজিত থেকে নক-আউটে পৌঁছয় তারা। তবে বৃহস্পতিবার শেষ আটের লড়াইয়ে শুরুতেই ধাক্কা খায় বঙ্গ ব্রিগেড। ২৫ মিনিটে রাকেশ ওরামের গোলে লিড নেয় ওড়িশা (১-০)। পাশাপাশি একটি বল পোস্টে ধাক্কা খায়। এই পর্বে ওড়িশার আধিপত্য ছিল বেশি। পিছিয়ে পড়েই পরিবর্তনের পথে হাঁটেন বাংলার কোচ। অমরনাথের পরিবর্তে ইসরাফুলকে মাঠে নামান তিনি। এটাই মাস্টারস্ট্রোক। তরুণ এই উইঙ্গার নামতেই বাংলার আক্রমণে গতি বাড়ে। প্রথমার্ধের সংযোজিত সময়ে সমতা ফেরান নরহরি (১-১)। এরপর দ্বিতীয়ার্ধে তাঁর বাড়ানো পাস ধরে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে জাল কাঁপান রবি হাঁসদা (২-১)। আর ম্যাচের শেষলগ্নে জয়ের ব্যবধান বাড়ান পরিবর্ত হিসেবে মাঠে নামা মনোতোষ মাঝি (৩-১)।
বাংলা- ৩           :            ওড়িশা- ১
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা