কলকাতা

অবহেলায় পড়ে আনন্দপুরীর মাঠ বন্ধ খেলা, মেলা থেকে সব উৎসব

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর শহরে খেলা থেকে মেলা– তার অন্যতম প্রাণকেন্দ্র ছিল আনন্দপুরীর মাঠ। স্টেশন থেকে পূর্বদিকে হাঁটা পথ। বারাকপুরের ভারি সুন্দর মাঠ ছিল এই আনন্দপুরী। ফুটবল থেকে ক্রিকেট টুর্নামেন্ট হতো। বিভিন্ন সভা ও অনুষ্ঠান হতো। বারাকপুর উৎসবও হয়েছে সেখানে। আজ সবই বন্ধ। মাঠের বেহাল অবস্থা। বড় বড় ঘাস জন্মে গিয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে মাঠে খেলাধুলাও বন্ধ। হয় না কোনও মেলা বা উৎসব।
বৃহস্পতিবার সকালে সেখানে গিয়ে দেখা গেল, মাঠের একটি দিকে বড় জঙ্গল হয়ে গিয়েছে। দেখভালের কেউ নেই। তার মধ্যেই কয়েকটি শিশু-কিশোর খেলছে। স্থানীয় এক দোকানদার জানালেন, মাঠটির দিকে কেউ আর নজর দেন না। অবহেলায়, অনাদরে পড়ে রয়েছে মাঠটি। এত বড় একটা মাঠ, সুন্দর করে রক্ষণাবেক্ষণ করলে দেখার মতো জায়গা হতো। সটলেকের সেন্ট্রাল পার্কের মতো মাঠটিকে ব্যবহার করা যেত।
মাঠটির কেন এই অবস্থা? বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাসের কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই মাঠটি ডিফেন্সের। আমাদের কিছুই করতে দেয় না। এই মাঠের পাশে অনেক বাড়ি রয়েছে। সেখানকার বাসিন্দাদের যাতায়াতের জন্য আমরা একটি রাস্তা পিচের করে দিয়েছিলাম। সেই পিচও তুলে দিয়েছে প্রতিরক্ষা বিভাগ। ওদেরই উচিত মাঠটির দেখভাল করা। আমরা বারাকপুর উৎসব করার জন্য ডিফেন্স এর কাছে অনুমতি চেয়েছিলাম। কিন্তু ডিফেন্স কর্তৃপক্ষ কোনও অনুমতি দেয়নি। জঙ্গল খুব বড় হয়ে গেলে মানুষের দাবিতে আমরাই পরিষ্কার করে দিই। তবে সব কাজেই বাধা দেয় 
ডিফেন্স।  নিজস্ব চিত্র
15h 15m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা