কলকাতা

বছরের শেষ রবিবার শিয়ালদহ শাখায় বাতিল ৪৫টি লোকাল ট্রেন
 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষশেষে উৎসবের মরশুম চলছে পুরোদমে। পার্শ্ববর্তী জেলা থেকে লাখ লাখ মানুষ শহরের বিভিন্ন জনপ্রিয় স্থানে ভিড় জমাচ্ছেন। চিড়িয়াখানা, সায়েন্স সিটি, ভিক্টোরিয়া মেমোরিয়াল, পার্ক স্ট্রিটের রাস্তায় জনতার ঢল নামছে। এই জনতার একটা বড় অংশ লোকাল ট্রেনে চেপে মহানগরীতে ঢোকে ও ফিরে যায়। তবে বছর শেষে তাদের অনেকেরই জন্য চূড়ান্ত দুর্ভোগ অপেক্ষা করছে। কেননা, এবছরের শেষ রবিবার শিয়ালদহ লাইনে ৪৫টি লোকাল ট্রেন বাতিল থাকবে! প্রাক নিউ ইয়ারে সপরিবার বহু মানুষ আশপাশের জেলা থেকে কলকাতার বিখ্যাত এলাকা ঘুরতে যাওয়ার পরিকল্পনায় কার্যত জল পড়ে গেল। কারণ, এই ভরা ফেসটিভ সিজনে রাজপথের তীব্র যানজট এড়িয়ে দূরবর্তী এলাকা থেকে কলকাতায় আপ-ডাউন করা রীতিমতো কষ্টকর। যাত্রীদের অভিযোগ, বছরভর বিভিন্ন কারণে সপ্তাহ শেষে ট্রেন বাতিলের ধারাবাহিকতায় শিয়ালদহ ডিভিশন কৃতিত্বের দাবি রাখতে পারে। কিন্তু বছরের শেষ রবিবারেও সেই নজির জারি থাকবে বলে অনেকেই ভাবেননি।
রেলের তরফে জানানো হয়েছে, দমদম জংশন স্টেশনের ডাউন সাব-আরবান লাইনে মেরামতির কাজ হবে। সেই সূত্রে আগামী শনিবার রাত সাড়ে ১১টা থেকে টানা সাত ঘণ্টা ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ থাকবে। এই কারণে শিয়ালদহ মেইন, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-হাসনাবাদ লাইনে লোকাল ট্রেন পরিষেবা বিঘ্নিত হবে। শনি-রবিবার সব মিলিয়ে ৪৭টি লোকাল বাতিল থাকবে। তার মধ্যে রবিবার ৪৫টি ট্রেন চলবে না। 
শনিবার বাতিল জোড়া ট্রেনগুলির নম্বর হল, শিয়ালদহ-ডানকুনি (আপ-ডাউন) ৩২২৪৯, ৩২২৫২। রবিবার বাতিল ট্রেনগুলি নম্বর হল, শিয়ালদহ-বণগাঁ (আপ-ডাউন) ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮২০, ৩৩৮২২। শিয়ালদহ-হাবরা (আপ-ডাউন) ৩৩৬৫১, ৩৩৬৫৩, ৩৩৬৫২, ৩৩৬৫৪। শিয়ালদহ-হাসনাবাদ (আপ-ডাউন) ৩৩৫১৩, ৩৩৫১৪। শিয়ালদহ-ডানকুনি (আপ-ডাউন) ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১৯, ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০। শিয়ালদহ-দত্তপুকুর (আপ-ডাউন) ৩৩৬১৩, ৩৩৬১২, ৩৩৬১৬, ৩৩৬১৮। শিয়ালদহ-কল্যাণী সীমান্ত (আপ-ডাউন) ৩১৩১১, ৩১৩১৩, ৩১৩১২, ৩১৩১৬। শিয়ালদহ-শান্তিপুর (আপ-ডাউন) ৩১৫১১, ৩১৫১৩, ৩১৫১২, ৩১৫১৬। শিয়ালদহ-গেদে (আপ-ডাউন) ৩১৯১১, ৩১৯১২। শিয়ালদহ-কৃষ্ণনগর (আপ-ডাউন) ৩১৮১১, ৩১৮১২। শিয়ালদহ-নৈহাটি (আপ-ডাউন) ৩১৪১১, ৩১৪১৪। শিয়ালদহ-রানাঘাট (আপ-ডাউন) ৩১৬১১, ৩১৬১৩, ৩১৬১৫, ৩১৬১২, ৩১৬১৪, ৩১৬১৬। বারাসত-দত্তপুকুর (আপ) ৩৩৩৫৭। 
এই প্রসঙ্গে শিয়ালদহ ডিভিশনের এক কর্তা বলেন, যাত্রীদের এই সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে যাত্রীদের নিরাপত্তার সঙ্গে আমরা কোনওভাবেই আপস করতে পারি না। যে ট্র্যাক দিয়ে ট্রেন যাবে দমদম জংশনের ওই অংশে অগ্রাধিকারের ভিত্তিতে জরুরি সংস্কার প্রয়োজন। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে যাত্রীদের বিকল্প পরিবহণ মাধ্যমে গন্তব্যে পৌঁছনোর পরামর্শ দিয়েছেন ওই কর্তা।   
15h 15m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা