কলকাতা

মাজুতে প্রাথমিক স্কুলে কমেছে পড়ুয়ার সংখ্যা, ভর্তির ফর্ম হাতে গ্রামে গ্রামে ঘুরছেন শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গ্রামের প্রত্যন্ত এলাকার প্রাথমিক স্কুল এটি। স্কুলের নিজস্ব ভবন রয়েছে। দুই শিক্ষক আধুনিক শিক্ষা মডেলে পড়ুয়াদের লেখাপড়ার প্রতি মনোযোগী করে তোলার আপ্রাণ চেষ্টা করছেন। তাও বছরের পর বছর পড়ুয়ার সংখ্যা কমতে কমতে এখন এসে ঠেকেছে মাত্র ২০ জনে। এই যখন পরিস্থিতি, তখন দমে না গিয়ে নতুন প্রজন্মের খুদে পড়ুয়াদের স্কুলমুখী করতে এবার গ্রামে গ্রামে সচেতনতার প্রচারে নেমেছেন স্কুলের শিক্ষকরা। হাওড়ার জগৎবল্লভপুরের মাজু গ্রামের চংঘুরালি ঘণ্টেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই উদ্যোগের প্রশংসা করছেন গ্রামবাসীরাও।
জগৎবল্লভপুর দক্ষিণ সার্কেলের মাজু গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত এলাকায় রয়েছে চংঘুরালি ঘণ্টেশ্বরী প্রাথমিক বিদ্যালয়। ১৯৬২ সালে গ্রামের সংস্কৃতজ্ঞ পণ্ডিত হরিপদ বন্দ্যোপাধ্যায় তাঁর মায়ের স্মৃতিতে এই স্কুল চালু করেছিলেন। উদ্দেশ্য ছিল, গ্রামের ছেলেমেয়েদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো। স্কুলের নিজস্ব পাকা ভবন রয়েছে। রয়েছে পানীয় জলের ব্যবস্থা। কিন্তু গত কয়েক বছরে পড়ুয়ার সংখ্যা ব্যাপক কমে গিয়েছে। বর্তমানে পড়ুয়া রয়েছে মাত্র ২০ জন। শিক্ষক দু’জন। স্কুলেই একটি অঙ্গনওয়াড়ি সেন্টার চলে। সেখানে প্রায় ৩০টি শিশু রয়েছে। কিন্তু স্কুলে দিনে দিনে পড়ুয়ার সংখ্যা কমায় শিক্ষক থেকে স্থানীয় সমাজকর্মীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। স্কুল সূত্রে জানা গিয়েছে, সচেতনতার অভাবে অভিভাবকদের একাংশ নিজে থেকে শিশুদের এই স্কুলে ভর্তি করতে নিয়ে আসছেন না। পাশাপাশি অনেকেই স্থানীয় হাইস্কুল লাগোয়া প্রাথমিক স্কুলে তাঁদের সন্তানদের ভর্তি করতে চাইছেন।
নতুন শিক্ষাবর্ষে স্কুলে পড়ুয়ার সংখ্যা বাড়াতে এবার গ্রামে গ্রামে গিয়ে সচেতনতার প্রচার কাজ করছেন স্কুলের প্রধান শিক্ষক পার্থপ্রতিম পাত্র ও সহকারী শিক্ষক তামসী ঘোষ। চংঘুরালির শেখপাড়া, ষষ্ঠীতলা, হাজিপাড়া, মান্নাপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে স্কুলে ভর্তির ফর্ম নিয়ে ঘুরছেন তাঁরা। এই কাজে এগিয়ে এসেছেন স্থানীয় একটি হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অরূপরতন মাইতি ও সমাজকর্মী সৌরভ দত্ত। 
স্কুলের শিক্ষার পাশাপাশি পড়ুয়াদের জন্য ঘরোয়া পরিবেশ কতটা জরুরি, গ্রামবাসীদের তা বোঝাচ্ছেন শিক্ষকরা। প্রধান শিক্ষক পার্থপ্রতিম পাত্র বলেন, ‘পড়ুয়াদের পড়াশোনার প্রতি আকর্ষণ বাড়াতে বিভিন্ন চার্ট ও মডেল দেখিয়ে পড়ানোর উপর গুরুত্ব দিচ্ছি আমরা। পাশাপাশি ছবি আঁকা, খেলাধুলোর মতো অতিরিক্ত দক্ষতার বিকাশ ঘটাতেও আমরা বাড়তি নজর দিচ্ছি। আশা করছি এ বছর পড়ুয়ার সংখ্যা বাড়বে।’ গত এক সপ্তাহে গ্রামে গ্রামে প্রচারের ফলে ইতিমধ্যেই ছ’জন নতুন পড়ুয়া ভর্তি হয়েছে স্কুলে। অভিভাবকদের একাংশ জানিয়েছে, মিড ডে মিলে মাসে অন্তত একদিন যাতে শিশুরা ভালো খেতে পারে, সেজন্য শিক্ষকরা নিজেদের উদ্যোগেই মাংস রান্নার ব্যবস্থা করেন। আমরাও চাই, এই স্কুলে আবার আগের মত পড়ুয়ার সংখ্যা বাড়ুক। 
স্থানীয় সমাজকর্মী সৌরভ দত্ত বলেন, ‘গ্রামের বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়ুয়ার অভাবে ধুঁকছে। এটা খুবই দুশ্চিন্তার। এর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’ 
15h 15m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা