কলকাতা

বউবাজার থেকে উদ্ধার ১৭ জন শিশু শ্রমিক, পাঠানো হল হোমে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার সকালে বউবাজারের বিভিন্ন এলাকায় হানা দিয়ে ১৭ জন শিশু শ্রমিককে উদ্ধার করল পুলিস। তাদের বয়স ১০‑১৪ বছরের মধ্যে। সকলেরই বাড়ি বিহারে। কলকাতা লিগ্যাল এইডের আধিকারিকরা পুলিসের সহযোগিতা নিয়ে এই অভিযান চালায়। বিভিন্ন হোটেল সহ কয়েকটি ছোট কারখানা থেকে এই শিশু শ্রমিকদের উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের হোমে পাঠানো হয়। উদ্ধার হওয়া শিশুদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে বলে জানা গিয়েছে। পাশাপাশি অভিযুক্ত ফ্যাক্টরির ও হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে লিগ্যাল এইড সূত্রে জানা গিয়েছে।
এদিন উদ্ধার হওয়ার শিশু শ্রমিকরা পুলিস ও লিগ্যাল এইডের কর্তাদের জানায়, অভাবে কারণেই বাড়ির লোকজন তাদের কলকাতায় এনে কাজে লাগিয়েছে। মাসে অল্প টাকা হাতে পায় তারা। উল্টে ১২ ঘণ্টার বেশি কাজ করতে হয়। বিষয়টি জানার পরেই কলকাতা জেলা লিগ্যাল এইড কর্তৃপক্ষ পুলিসের সাহায্য নিয়ে শিশু শ্রমিকদের উদ্ধারের কাজে নামে। লিগ্যাল এইডের সচিব তথা বিচারক মৌ ঘটক মজুমদার বলেন, ‘এই অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’ 
15h 15m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা