কলকাতা

এবার বইমেলার স্টল খুঁজে দেবে মোবাইলের অ্যাপ, উদ্যোগী গিল্ড

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ছোট-বড় এক হাজার স্টল। ঢোকা ও বের হওয়ার জন্য ৯টি গেট। তাই কোথায় কোন প্রকাশনীর স্টল রয়েছে, তা খুঁজে বের করা সত্যিই মুশকিল। পছন্দের স্টলের যেতে মেলায় ঢুকেই বই প্রেমীরা জোগাড় করে নেন বইমেলার ম্যাপ। এবার সেই সব দুশ্চিন্তার অবকাশ নেই। কারণ, এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় নতুন অ্যাপ নিয়ে আসছে পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। ওই মোবাইল অ্যাপই খুঁজে দেবে বইমেলার স্টল। দেওয়া থাকবে গুগল লোকেশনও। এমনকী, ওই অ্যাপ থেকে পৃথিবীর যে কোনও প্রান্তে দেখা যাবে ভার্চুয়ালি বইমেলা। গিল্ডের দাবি, প্লে স্টোর থেকে ওইঅ্যাপ ডাউন লোড করা যাবে। ফলে, লক্ষ লক্ষ বইপ্রেমী উপকৃত হবেন। কারণ, এখন সবার হাতে স্মার্টফোন।
আগামী ২৮ জানুয়ারি সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ওইদিন বিকেল ৪টে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলার উদ্বোধন করবেনল চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এই প্রথমবার বইমেলার ফোকাল থিম কান্ট্রি হচ্ছে জার্মানি। অভিনব থিম তৈরি করছে তারা। এবারের বইমেলায় ম্যাসকট রূপে দেখা যাবে সরস্বতীর বাহনকে। বইমেলার মধ্যে পড়েছে সরস্বতীপুজোও। তাই নতুন প্রজন্মের বই প্রেমীদের ভিড় আরও বাড়বে বলে আশা করছে গিল্ড।
গিল্ড অফিসের সামনে থেকে প্রতিবারই বইমেলার ম্যাপ বিলি করা হয়। গতবার থেকে চালু করা হয়েছিল একটি কিউআর কোড। সেটা স্ক্যান করলেই পাওয়া যাচ্ছিল ডিজিট্যাল ম্যাপ। বহু মানুষ, সেই ডিজিট্যাল ম্যাপ ব্যবহার করেছেন। তবে, ম্যানুয়াল কাগজের ম্যাপও বিলি করা হয়েছিল। এবার মোবাইল অ্যাপের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে এবং সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন, আমরা এবার বইমেলার অ্যাপ নিয়ে আসছি। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি তৈরি করছে। খুব শীঘ্রই প্লে স্টোরে সেটা চলে আসবে। গুগল লোকেশন অনুযায়ী, এই অ্যাপের মাধ্যমে যে কোনও স্টলে যাওয়া যাবে।
বইমেলায় প্রায়ই নেটওয়ার্কের সমস্যা দেখা দেয়। তাই এবার নেটওয়ার্ক উন্নত করার উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। গতবারের মতো এবারও প্রতিটি গেটে কিউআর কোড লাগানো থাকবে। সেখানে স্ক্যান করে বইমেলার ম্যাপ এবং অংশগ্রহণকারী সমস্ত স্টলের হদিশ মিলবে।
15h 15m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা