কলকাতা

শীত ক্যালেন্ডারেই, ঠান্ডার খোঁজে ভিড় শপিং মল-সিনেমা হলে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার নন্দন চত্বরে যিশুর ‘পোস্ট-বার্থ ডে সেলিব্রেশন’ অনুষ্ঠানে মেতেছিল হাজরা এলাকার একটি কলেজের স্নাতকস্তরের পড়ুয়ারা। শীতের দুপুরে অনুষ্ঠান করার সময় সোয়েটার-জ্যাকেট তো দূর, গরমের কারণে ফুলহাতা জামা পর্যন্ত পরেননি। ওই গ্রুপের শ্রেষ্ঠা হঠাৎ বললেন, ‘রোদে তো থাকা যাচ্ছে না রে। চল না কোনও শপিং মলে যাই। ফুড কোর্টে গিয়ে বসি। অন্তত এসি তো মিলবে।’ তাঁর বন্ধু আকাঙ্খা বললেন, ‘তাহলে সিনেমা দেখতে চল। এসির ঠান্ডা তো সেখানেও পাওয়া যাবে। অসহ্য গরম থেকে মুক্তি মিলবে অ্যাটলিস্ট।’ শীতের সময় অকাল গরমকাল পড়ে যাওয়ায় অতিষ্ট তাঁদের মতো সবাই। সেই অস্বস্তিরই টুকরো টুকরো ছবি ফুটে উঠল এদিন শহরের বিভিন্ন প্রান্তে। 
এবার গত পাঁচ বছরের মধ্যে উষ্ণতম বড়দিনের সাক্ষী থাকল শহর। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, ইকো পার্ক সহ শহরের বিভিন্ন জায়গায় বড়দিনের পিকনিক কেটেছে গলদঘর্ম হয়ে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ২৪ থেকে ২৫ ডিগ্রির মধ্যে। সর্বনিম্ন তাপমাত্রাও ‘উষ্ণ’। ১৭ থেকে ১৮ ডিগ্রি। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৯.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে প্রায় চার ডিগ্রি বেশি। 
ফলে সকাল থেকেই ঘেমে স্নান। বাড়ি থেকে বের হওয়ার সময় জ্যাকেট, সোয়েটার ব্যাগে ঢুকিয়ে নিতে হয়েছে। রাতে হয়ত প্রয়োজন পড়তে পারে। চিড়িয়াখানা, ভিক্টোরিয়াতে হাফ হাতা জামা সবার গায়ে। বিহার থেকে পরিবার নিয়ে এ শহরে আত্মীয়ের বাড়ি এসেছিলেন সিদ্ধেশ্বর যাদব। এদিন চিড়িয়াখানায় এসেছিলেন। তাঁদের বক্তব্য, ‘ঠান্ডা থাকবে ভেবে ঘুরতে এলাম। এ গর্মিতে তো বাচ্চারা খুব কষ্ট পাচ্ছে স্যার। খেলতে খেলতে ঘামছে।’ এ আক্ষেপ কাটল না সন্ধ্যাতেও। দুপুর গড়িয়ে রাত নামল। কিন্তু হিমেল বাতাস বইল না। 
ফলে ঠান্ডার খোঁজে গরমকালের মতো ভিড় শপিং মলে। সাউথ সিটি, লেক মল, কোয়েস্ট মলে তিল ধারণের জায়গা নেই। মল কর্তৃপক্ষের দাবি, বড়দিনে ভিড় থাকে। এবার ভিড় পরের দিনও। দক্ষিণ কলকাতার একটি মলে খেতে এসেছিলেন সন্দীপ সেন। বললেন, ‘যা গরম দেখছি, শপিং মল অনেক আরামদায়ক। বর্ষশুরুর আনন্দও বোধহয় এখানেই করতে হবে।’ এদিন অনেকেরই আশঙ্কা, বর্ষশেষ কিংবা পয়লা জানুয়ারিতেও উষ্ণই থাকবে আবহাওয়া। শীতের যা হালচাল, হাঁসফাঁস কপালে নাচছে।
15h 15m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা