কলকাতা

বেআইনি টোটো বন্ধ করার দাবিতে অবরোধ

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বেআইনি টোটো বন্ধের দাবিতে শ্যামনগর চৌরঙ্গী মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থায়ী টোটো চালকরা। বৃহস্পতিবার সকালে ব্যস্ততম সময়ে টোটো বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আইএনটিটিইউসি পরিচালিত ইউনিয়নের সদস্যরা। তাঁদের দাবি, বেআইনিভাবে বেশ কিছু টোটো ঘোষপাড়া রোডে দাঁড়িয়ে যাত্রী নিয়ে যাচ্ছে। স্থায়ী টোটো যাত্রী পাচ্ছে না। সেই কারণেই অবরোধ। আইনি টোটো চালকরা কার্যত বঞ্চিত হচ্ছেন। চালকদের দাবি, বেআইনি টোটো বন্ধ করতে হবে। অবরোধের ফলে ব্যস্ত ঘোষপাড়া রোডে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। শ্যামনগর স্টেশন চত্বরে তীব্র যানজটের সৃষ্টি হয়। স্টেশনমুখী সমস্ত গাড়ি দাঁড়িয়ে যায়। যান যন্ত্রণায় পড়েন সাধারণ মানুষ। খবর পেয়ে পুলিস আসে। চালকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। 
প্রসঙ্গত উল্লেখ্য, বারাকপুর শিল্পাঞ্চলে টোটো একটি বড় যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে টোটো নিয়ন্ত্রণের জন্য পরিবহণ দপ্তরের নির্দেশে প্রতিটি পুরসভা সমীক্ষা চালাচ্ছে। কোন রাস্তায় কত সংখ্যক টোটো চলছে তা সমীক্ষা করে আরটিও অফিসে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সেইমতো আরটিও অফিস থেকে একটি ফরম্যাট প্রতিটি পুরসভায় জমা পড়েছে। স্থানীয়দের দাবি, লাগাম ছাড়া ভাবে টোটো চলাচলের জন্য প্রায় দুর্ঘটনা ঘটছে। যদিও কল্যাণী এক্সপ্রেসওয়েতে টোটো চলাচল নিষিদ্ধ করেছে বারাকপুর পুলিস কমিশনারেট। বিভিন্ন জায়গায় ফ্লেক্স লাগিয়ে তা জানিয়েও দেওয়া হয়েছে। বারাকপুর স্টেশনের সামনেও টোটো স্ট্যান্ড করার ক্ষেত্রে পুলিসের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
16h 16m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা