খেলা

বদলে যাওয়া ক্লেটনকে নিয়ে উচ্ছ্বসিত ব্রুঁজো

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডান পায়ের কাফ মাসলে নীল স্ট্র্যাপ। কোনওরকমে হাল্কা ওয়ার্ম আপ করেই রিহ্যাবে ছুটলেন পিভি বিষ্ণু। হায়দরাবাদ ম্যাচের আগে ইস্ট বেঙ্গলের অস্বস্তি বাড়াচ্ছেন এই কেরালাইট ফুটবলার। সূত্রের খবর, তাঁর পায়ের পেশী শক্ত হয়ে রয়েছে। তাই বাড়তি সতর্ক টিম ম্যানেজমেন্ট। এমনিতে চোটের কারণে রাকিপ নেই। কার্ড সমস্যায় অনুপস্থিত ইউস্তে। বছরের শেষ ম্যাচে হায়দরাবাদের ব্যারিকেড টপকাতে বিষ্ণুকে ভীষণ প্রয়োজন। তিনিই স্প্যানিশ কোচের তুরুপের তাস। টিম ম্যানেজমেন্ট আশাবাদী দু’দিনের বিশ্রামে অনেকটাই সুস্থ হয়ে উঠবেন তিনি। কোচ অস্কার ব্রুজোঁর মন্তব্য, ‘তিন পয়েন্ট পেতেই হবে। টিম স্পিরিট আর আত্মবিশ্বাস আমাদের বড় শক্তি।’
শনিবার অ্যাওয়ে ম্যাচে গিল, শৌভিকদের সামনে হায়দরাবাদ। ১২ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বাদশ স্থানে তারা। নিঃসন্দেহে ধারে-ভারে এগিয়ে লাল-হলুদ ব্রিগেডই। এক্ষেত্রে ব্রুজোঁ উল্টো মেরুর বাসিন্দা। সতর্কতা অবলম্বন করতে ফুটবলারদের পাখিপড়া পড়াচ্ছেন স্প্যানিশ কোচ। ব্রুজোঁর বিশ্লেষণ, ‘ওদের হারাবার কিছু নেই। দ্রুত গোল না এলে সমস্যা বাড়বে।’ পরিসংখ্যান নিয়েও বেশ চিন্তিত লাল-হলুদ কোচ। আইএসএলে জয়ের হ্যাটট্রিক এখনও অধরা ইস্ট বেঙ্গলের কাছে। কখনও টানা তিনটি ম্যাচ জিততে পারেনি মশাল বাহিনী। ক্লেটনরা কী পারবেন সেই রেকর্ড বদলাতে? পাশাপাশি হায়দরাবাদের মাঠ চিন্তা বাড়াচ্ছে থিঙ্কট্যাঙ্কের। নিজামের শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার উপর মাঠ নিয়ে নর্থইস্ট কোচও ক্ষোভ প্রকাশ করেছেন। চোটে বিধ্বস্ত স্কোয়াড নিয়ে অস্কার ব্রুজোঁর কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। 
বৃহস্পতিবার হায়দরাবাদ ম্যাচের মহড়া সারলেন লাল-হলুদ কোচ। রাইট উইং ব্যাকে রাকিপের পরিবর্তে লাকরার খেলার সম্ভাবনা। অভিজ্ঞ ক্লেটন সিলভার সঙ্গেও আলাদা কথা বললেন স্প্যানিশ হেডস্যর। একটা সময় প্রায় বাতিল হতে বসা ক্লেটন এখন আগুন ঝরাচ্ছেন। তেল খাওয়া মেশিনের মতো ওঠানামা দেখে বাকিদের চোখ কপালে। অস্কার জমানায় ক্লেটনের এই পরিবর্তন সত্যিই বিস্ময়কর। মুচকি হেসে ব্রুজোঁ বললেন, ‘আসলে প্রি-সিজন অনুশীলনের সময় চোটে ভুগছিল ক্লেটন। ফিট হতে সময় লেগেছে। দলের প্রয়োজনে উজাড় করে দিতে তৈরি ক্লেটন।’ পাশাপাশি ডেভিডও অনেক বিপজ্জনক। বেঞ্চে বসে মরচে পড়ার জোগাড় হয়েছিল। মিজো তরুণ এখন টাট্টু ঘোড়ার মতো টগবগে। ডেভিড, বিষ্ণুদের বেশি করে ম্যাচ টাইম দেওয়াও স্প্যানিশ কোচের কৃতিত্ব। পাশাপাশি বর্ষশেষে সাউল ক্রেসপোকে নিয়ে আশার বাণী শোনালেন ক্লেটনদের হেডস্যর। তাঁর বিশ্বাস, জানুয়ারির তৃতীয় সপ্তাহে গোয়ার বিরুদ্ধে খেলতে পারবেন স্প্যানিশ মিডিও।
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা