রাজ্য

বছর শেষে দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা, আর কী জানাল আবহাওয়া দপ্তর?

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পৌষ মাসের প্রথম সপ্তাহ অতিক্রান্ত। কিন্তু এখনও শীতের খোঁজে আমবাঙালি। ডিসেম্বরেও কখনও কখনও ঘাম মুছতে হচ্ছে শহরবাসীকে। একমাত্র উত্তরবঙ্গ ছাড়া, কলকাতা ও দক্ষিণবঙ্গে হাড়কাঁপুনি ঠান্ডার দেখা নেই। মাঝে মাত্র দিন তিনেক-এর জন্য তাপমাত্রা কিছুটা নামলেও, গত কয়েক সপ্তাহ ধরে ফের ঊর্ধ্বমুখী পারা। এবার বড়দিনও কেটেছে উষ্ণই। এই আবহে খুশির খবর শোনাল আবহাওয়া দপ্তর। বছর শেষে দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গিয়ে প্রবেশ করবে উত্তুরে হাওয়া। ফলে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, জেলায় ১০ ডিগ্রিতে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। তবে আজ, শনিবার এবং আগামী কাল, রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও  জানিয়েছে হাওয়া অফিস।
আজ, শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। আজ, কলকাতার আকাশ থাকবে পরিষ্কার। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪  ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।
19h 19m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ চরম আকার ধারণ করতে পারে। কর্মে উন্নতি হবে। অপব্যয়ের ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা