রাজ্য

নন্দীগ্রাম-নেতাইয়ের ঘটনা শুনে বলেছিলেন ‘ইটস রিয়েলি স্যাড’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১০ সাল। বামফ্রন্ট সরকারের শেষ সময়। ইউপিএ-২ সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং। রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম-নেতাইয়ের গণহত্যা নিয়ে তখন গোটা বাংলা উত্তাল। খুনোখুনি, রাজনৈতিক হত্যা লেগেই আছে। সেই সময় সাড়া জাগাল সিভিল সোসাইটি আন্দোলন। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট, কৃতী মানুষজন সোচ্চার হলেন তৎকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে। নন্দীগ্রাম-নেতাই তখন জাতীয় স্তরেও আলোচনার বিষয়। ওই আবহে সিভিল সোসাইটির তরফে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে মেল করে সাক্ষাতের সময় চাইলেন বাংলার বুদ্ধিজীবী, বিশিষ্টজনেরা। সরকারি তরফে ‘কনফার্মেশন’ পেয়ে কলকাতা থেকে রওনা হলেন নাট্য পরিচালক ব্রাত্য বসু, অর্পিতা ঘোষ, শাঁওলি মিত্র, অর্থনীতিবিদ অভিরূপ সরকার, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন প্রমুখ। প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের সঙ্গে মিনিট ২৫-এর সেই আলাপচারিতা তাঁদের স্মৃতিপটে আজও অম্লান। 
অর্পিতা ঘোষ বলছিলেন, ‘যথা সময়ে আমরা ৭, রেসকোর্সে ওঁর বাসভবনে ঢুকলাম। আমরা অবাক হয়ে গেলাম ওঁর ধৈর্য্য ও বিনয় দেখে। তিনি আমাদের কথা পুরোটা শুনলেন। সব শুনে বললেন, ইটস রিয়েলি স্যাড। বিষয়টি নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে কথা বলবেন বলে আমাদের আশ্বস্ত করলেন। অত্যন্ত মিতভাষী এবং নিরহঙ্কার একজন ভদ্রলোক। সত্যি কথা বলতে কী, ওই বাড়িতে বসে আমাদের কখনও মনে হয়নি যে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছি আমরা।’ সেদিনের কথা অল্পবিস্তর স্মরণ করতে পারছেন তৎকালীন বুদ্ধিজীবী আন্দোলনের অন্যতম মুখ, অধুনা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, ‘আমরা নন্দীগ্রাম-নেতাই ও সেই সময় রাজ্যজুড়ে যে পরিস্থিতি চলছে, সে বিষয়ে জানাতে গিয়েছিলাম। প্রধানমন্ত্রী ছাড়াও আমরা দেখা করি রাষ্ট্রপতি প্রতিভা পাতিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরমের সঙ্গে। মনে আছে, উনি পুরো সময়টা আমাদের কথা শুনেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে সবটা বলবেন বলেও জানিয়েছিলেন। 
অর্থনীতিবিদ অভিরূপবাবু আগে দু’বার মনমোহন সিংয়ের সাক্ষাৎ পেলেও কথা বলার সুযোগ পাননি। ওই দিন প্রধানমন্ত্রীর বাসভবনে রাজ্যের পরিস্থিতির কথা জানাতে তিনিও হাজির ছিলেন। অভিরূপবাবু বলেন, ‘আমরা কয়েকজন সেই সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে গিয়েছিলাম, পশ্চিমবঙ্গের অবস্থা কতটা খারাপ। মূলত আমাদের দাবি ছিল, আরও প্রাণহানি ঠেকাতে বিধানসভা নির্বাচন এগিয়ে আনা হোক। ওঁর সঙ্গে সাক্ষাতে মনে হয়েছে, আপাদমস্তক ভদ্র, বিনয়ী একজন অ্যকাডেমিসিয়ান। উনি আমাদের কথা পুরোটা শোনার পর আলাদাভাবে ডেকে জানতে চেয়েছিলেন, বরানগরের আইএসআই কেমন চলছে।
19h 19m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ চরম আকার ধারণ করতে পারে। কর্মে উন্নতি হবে। অপব্যয়ের ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা