রাজ্য

বাংলাদেশে ৮৪০ বোতল নিষিদ্ধ, কাফ সিরাপ পাচারের চেষ্টা, ধৃত ২

সংবাদদাতা, বনগাঁ: গাড়ির একপাশে লেখা প্রেস। অন্যপাশে লেখা অ্যাডভোকেট। গাড়িতে লাগানো একটি টিভি চ্যানেলের লোগো। সাংবাদিক ও আইনজীবী লেখা সেই ‘ভিআইপি গাড়ি’ করেই নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা চলছিল। কিন্তু শেষরক্ষা হল না। পুলিসের হাতে ধরা পড়ে গেল ভিন রাজ্যের দুই বাসিন্দা। ধৃতদের নাম মণীশ কুমার ও শুভম কুমার। দু’জনেই ঝাড়খণ্ডের বাসিন্দা। নকল সাংবাদিক ও আইনজীবী সেজে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের অভিযোগে গাইঘাটা থানার পুলিস তাদের গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৮৪০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। শুক্রবার তাদের আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গাইঘাটা থানার কুলপুকুর পেট্রল পাম্পের কাছে গাইঘাটা থানার পুলিস নাকা চেকিং করছিল। সেই সময় প্রেস ও অ্যাডভোকেট লেখা একটি গাড়ি দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিস আধিকারিকের। তিনি গাড়িটি আটক করে তল্লাশি করেন। তল্লাশির সময় সাতটি পিচবোর্ডের কার্টন পাওয়া যায়। তার মধ্যেই ছিল ৮৪০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। এরপর পুলিস ওই দুই যুবককে গ্রেপ্তার করে। জেরায় ধৃতরা জানিয়েছে, সেগুলি এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তাদের। বিনিময়ে মিলত মোটা অঙ্কের টাকা। পুলিসের অনুমান, বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ বাংলাদেশে পাচারের জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল।
বাংলাদেশে মাদক হিসেবে কাফ সিরাপ ব্যবহার হয়। বিপুল চাহিদা থাকায় ভারত থেকে চোরাপথে প্রচুর পরিমাণ কাফ সিরাপ পাচার হয়। সেখানে চড়া দামে বিক্রি হয় এগুলি। পুলিস ও বিএসএফকে ধোঁকা দিতে নানা পন্থা নেয় পাচারকারীরা। পুলিস মনে করছে এদিনও পুলিসের চোখ ফাঁকি দিতেই প্রেস ও অ্যাডভোকেট স্টিকার সাঁটা গাড়িতে করে পাচারের চেষ্টা করেছিল তারা। তবে গাইঘাটা থানার পুলিসের দাবি, ভিন রাজ্যের দুই বাসিন্দার সঙ্গে স্থানীয় কোনও পাচারকারীর যোগ থাকতে পারে।
19h 19m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ চরম আকার ধারণ করতে পারে। কর্মে উন্নতি হবে। অপব্যয়ের ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা