রাজ্য

বছরের শেষ রবিবার হাওড়া শাখায় বাতিল বহু লোকাল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহের পাশাপাশি বছরের শেষ রবিবার হাওড়া শাখাতেও বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। নববর্ষের আগের রবিবার ছুটির দিন, পরিবার পরিজন নিয়ে জেলা থেকে লক্ষ লক্ষ মানুষ কলকাতায় আসবেন। তাঁদের অধিকাংশ হাওড়া বা শিয়ালদহ স্টেশনে নেমে মহানগরীর দর্শনীয় স্থানে ঘোরাঘুরি করবেন। ঘোরা শেষে একইভাবে ট্রেনে চেপে বাড়ি ফিরবেন। কিন্তু কাল, রবিবার বেড়াতে বেরনোর আগাম পরিকল্পনা করা বিরাট অংশের যাত্রীদের মাথায় হাত। কারণ শিয়ালদহ শাখায় ৪৫টি লোকাল বাতিল থাকবে বলে রেল আগেই ঘোষণা করেছিল। ওদিন একইসঙ্গে হাওড়া ডিভিশনে ২৩টি ট্রেন চলবে না। শুধু তাই নয়, এই লাইনে আজ, শনিবার আরও চারটি লোকাল বাতিল থাকবে। সবমিলিয়ে শনি-রবি মিলিয়ে হাওড়া শাখায় মোট ২৭টি ট্রেন যাত্রা করবে না। পাশাপাশি আজ হাওড়া-শিয়ালদহ লাইনের সংযোগকারী অংশে এক জোড়া নৈহাটি-ব্যান্ডেল (৩৭৫৫৭/৩৭৫৫৮) লোকালের যাত্রা বন্ধ থাকবে। সবমিলিয়ে বর্ষশেষের অন্তিম রবিবার শিয়ালদহ-হাওড়া লাইনে চূড়ান্ত দুর্ভোগ অপেক্ষা করছে, তা বলাই বাহুল্য।
রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া শাখায় হরিপাল-নারিকূল স্টেশনের মধ্যবর্তী অংশে একটি ব্রিজ তৈরি হচ্ছে। সেই নির্মাণ কাজের জন্য লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। তাই আজ, শনিবার রাত থেকে আগামী কাল রবিবার পর্যন্ত সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল ব্যাহত হবে। আজ বাতিল ট্রেনগুলির নম্বর হল, তারকেশ্বর থেকে–৩৭৩৫২, ৩৭৩৫৪। হাওড়া থেকে ৩৭৩৪৯, ৩৭৩৫১।  অন্যদিকে, আগামী কাল বাতিল থাকা ট্রেনের নম্বর হল, তারকেশ্বর থেকে-৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩২২, ৩৭৪১২, ৩৭৪১৬। হাওড়া থেকে-৩৭৩৭১, ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫, ৩৭৩১৯, ৩৭৩৫৯, ৩৭৩০৩, ৩৭৩০৭। গোঘাট থেকে–৩৭৩৭২। আরামবাগ থেকে–৩৭৩৬০। হরিপাল থেকে– ৩৭৩০৮। সিঙ্গুর থেকে–৩৭৩০৪। শেওড়াফুলি থেকে–৩৭৪১১, ৩৭৪১৫। অন্যদিকে, হাওড়া-গোঘাট (৩৭৩৭৩) লোকাল আগামী কাল গোটা রুটে যাত্রা করবে না। ট্রেনটি তারকেশ্বর থেকে যাত্রা শুরু করবে।
14h 14m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা