রাজ্য

মেধাসত্ত্বকে বাড়তি গুরুত্ব, বৃদ্ধি পেল পেটেন্ট-ট্রেডমার্কের সংখ্যা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিগত কয়েক বছর ধরে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারগুলিও মেধাসত্ত্বের উপর জোর দিচ্ছে। তাতে ফলও মিলেছে হাতেনাতে।  দেশে এক লাফে বাড়ল পেটেন্ট এবং ট্রেডমার্কের সংখ্যা। কেন্দ্রীয় তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে দেশে পেটেন্টের জন্য মোট ৮২ হাজার ৮১১টি আবেদন জমা পড়েছিল। ২০২৩ -২৪ অর্থবর্ষে সেই সংখ্যা বেড়ে হয়েছে ৯২ হাজার ১৬৮। আবেদনের ভিত্তিতে ২০২২-২৩ অর্থবর্ষে পেটেন্টের অনুমোদন বা রেজিস্ট্রেশন মিলেছিল ৩৪ হাজার ১৩৪টি। ২০২৩- ২৪ অর্থবর্ষে এক লাফে তা অনেকটা বেড়ে ১ লক্ষ ৩ হাজার ৫৭-য় পৌঁছয়। অর্থাৎ, ২০২২-২৩ অর্থবর্ষে আবেদন করা বেশ কিছু পেটেন্টের রেজিস্ট্রেশন মিলেছে পরের বছর। এর পাশাপাশি সাফল্য মিলেছে ট্রেডমার্কের ক্ষেত্রেও। নতুন পণ্যের ট্রেডমার্কের জন্য ২০২২-২৩ অর্থবর্ষে আবেদন হয়েছিল প্রায় ৪ লক্ষ ৬৭ হাজার। ২০২৩ -২৪ অর্থবর্ষে তা বেড়ে ৪ লক্ষ ৭৬ হাজারে পৌঁছয়। আবেদনের উপর ভিত্তি করে ২০২২-২৩ সালে প্রায় ২ লক্ষ ৩২ হাজার ট্রেডমার্ক মঞ্জুর করা হয়। পরের অর্থবছর, অর্থাৎ ২০২৩- ২৪ সালে অনুমোদন পায় ২ লক্ষ ৮০ হাজার ট্রেডমার্ক। প্রসঙ্গত, ব্যবসা বৃদ্ধিতে পেটেন্ট ও ট্রেডমার্ক—দু’টির গুরুত্বই অপরিসীম। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে ভারত এই দু’টি ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে।
19h 19m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ চরম আকার ধারণ করতে পারে। কর্মে উন্নতি হবে। অপব্যয়ের ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা