বিদেশ

আবার হামলা হলে পাকিস্তান আক্রমণ, দিয়েছিলেন হুঁশিয়ারি, স্মৃতি চারণা প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: উত্তরসূরি নরেন্দ্র মোদির দল তাঁর বিরুদ্ধে অভিযোগ করত মুম্বই হামলার সময় নিশ্চুপ ছিলেন মনমোহন। অথচ নরেন্দ্র মোদি পাক হামলার জবাবে এয়ার স্ট্রাইক করেছিলেন। কিন্তু সত্যিই কি নিশ্চুপ থাকতেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী? প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন কিন্তু মোটেও তেমনটা মনে করেন না। তাঁর স্মৃতিচারণায় উঠে এসেছে শক্ত, কঠোর মনমোহনের কথাই। আপাতদৃষ্টিতে শান্ত মনে হলেও দেশের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সদা তৎপর ছিলেন মনমোহন সিং। ২০১১ মুম্বই হামলার পর স্পষ্ট জানিয়েছিলেন, আর একবার এরকম কিছু ঘটলে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাবে ভারত। বন্ধুবিয়োগে শুক্রবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, ‘আমার কাছে তিনি একজন ‘সত্যিকারের বন্ধু’। নয়ের দশকে দু’জনেই অর্থমন্ত্রীর দায়ভার সামলেছি। তাঁর নীতি প্রণয়ন কাছ থেকে দেখেছি। এককথায় বলতে গেলে তিনি ভারতের উত্থানের অন্যতম কারিগর এবং বিশ্বের একজন সেরা অর্থনীতিবিদ। রাজনীতিবিদ হিসেবে একটু বেমানান হলেও দেশের নেতা হিসেবে বরাবরই দৃঢ়প্রতিজ্ঞ ও ন্যায়পরায়ণ। তবে এসবের বাইরেও একজন উদার মনের মানুষ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্মৃতিচারণায় উঠে এল তাঁর দুঃসময়ে মনমোহন সিংয়ের পাশে দাঁড়ানোর কথাও। আনোয়ারের ছেলের জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছিলেন মনমোহন। যা কল্পনাই করতে পারেননি ইব্রাহিম। আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের কথায়, ‘আমেরিকা ও ভারতের কৌশলগত সম্পর্ককে সুদৃঢ় করতে তাঁর ভূমিকা অনস্বীকার্য।’ শোকপ্রকাশ করেছেন প্রাক্তন পাক বিদেশমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরি। তিনি বলেন, ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে সুদৃঢ় করতে তৎপর ছিলেন মনমোহন। এমন এক দিনের স্বপ্ন দেখতেন, যেদিন কোনও বিবাদ ছাড়াই অমৃতসরে প্রাতরাশ, লাহোরে মধ্যাহ্নভোজ ও কাবুলে নৈশভোজ সারা যাবে। - ফাইল চিত্র
14h 14m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা