বিদেশ

মোজাম্বিকের জেলে গোলমাল, মৃত্যু ৩৩ জনের, পালাল ১৫০০ বন্দি

মাপুতো, ২৬ ডিসেম্বর: মোজাম্বিকে জেলের ভিতরে প্রবল গোলমাল, অশান্তি। সুযোগ বুঝে জেল থেকে পালাল প্রায় দেড় হাজার বন্দি। মৃত্যু হয়েছে ৩৩ জনের। আহত বহু। ঘটনাটি ঘটেছে সেদেশের রাজধানী মাপুতোর একটি জেলে। দীর্ঘদিন ধরেই নানা রাজনৈতিক কারণে অশান্ত মোজাম্বিক। সম্প্রতি অক্টোবর মাসে সে দেশে নির্বাচন হয়। তাতে জয়লাভ করে মোজাম্বিকে ক্ষমতায় থাকা সরকার পক্ষই। দেখা যায়, ফ্রেলিমোর প্রার্থী ড্যানিয়েল চ্যাপো জয়ী হয়েছেন। এরপরই বিরোধী শিবির দাবি তোলে নির্বাচনে কারচুপি হয়েছে। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয় তারা। পরে শাসক দলের নির্বাচন জয়ের পক্ষেই রায় দেয় ওই দেশের আদালত। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে সেদেশের পরিস্থিতি। আদালতের রায়ের বিরোধিতা করে পথে নামে সরকার বিরোধীরা। নানা স্থানে শুরু হয় বিক্ষোভ। শেষে এই বিক্ষোভ জেলের কাছে পৌঁছয়। এই গোলমালের আঁচ কোনওভাবে জেলের ভিতরেও ছড়িয়ে পড়ে। শুরু হয় ব্যাপক অশান্তি, গোলমাল। জেলে মধ্যে রক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বন্দিরা। শেষে জেলের দেওয়াল ভেঙে পালিয়ে যায় প্রায় ১৫০০ বন্দি। অন্যদিকে, জেলে গোলমাল, হাতাহাতির জেরে মৃত্যু হয়েছে ৩৩ জনের। গুরুতর জখম আরও ১৫ জন। অবশ্য জেল কর্তৃপক্ষের দাবি, পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ইতিমধ্যেই ১৫০ জনকে ফের গ্রেপ্তার করে ফিরিয়ে আনা হয়েছে। এই ঘটনায় সেদেশের আইনমন্ত্রী দাবি করেছেন, বিরোধী শিবিরের বিক্ষোভের সঙ্গে জেল পালানোর কোনও সম্পর্কে নেই। এই দুটি সম্পূর্ণভাবে পৃথক ঘটনা।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা