বিদেশ

প্রশিক্ষণ দিতে ৫৩ বছর পর বাংলাদেশে পাক সেনা! ইউনুসের আমলে উলটপুরাণ

ঢাকা ও ইসলামাবাদ: ১৯৭১ সাল। নির্মম, অত্যাচারী পাকিস্তানি সেনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা। তাদের লড়াইয়ের কাছে মাথা নত করে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাড়তে বাধ্য হয়েছিল ইসলামাবাদের সেনা। মুক্তিযুদ্ধের ফসল হিসেবে জন্ম নিয়েছিল নতুন রাষ্ট্র বাংলাদেশ। মাঝে কেটে গিয়েছে ৫৩ বছর। সেদিনের তাড়া খাওয়া সেই পাক সেনা ফিরে আসছে মহম্মদ ইউনুসের বাংলাদেশে। লক্ষ্য ওপার বাংলার সেনাদের প্রশিক্ষণ। শেখ হাসিনা পরবর্তী পর্বে নোবেলজয়ী মহম্মদ ইউনুসের আমলে এমনই নয়া নজির তৈরি হতে পারে বলে খবর।  ভারতের মতো দীর্ঘদিনের ‘বন্ধু’কে দূরে সরিয়ে ‘শত্রু’ পাকিস্তানকেই কাছে টেনে নিচ্ছে বাংলাদেশ। সামরিক ক্ষেত্রেও ইসলামাবাদের সঙ্গে নয়া সখ্য গড়ে তুলতে তৎপর ঢাকা। তার অংশ হিসেবেই এই প্রশিক্ষণের ব্যবস্থা বলে জানা গিয়েছে। 
সূত্রের খবর, মেজর জেনারেল পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে একটি টিম তৈরি করেছে পাকিস্তান। তারাই বাংলাদেশি সেনাদের ট্রেনিং দেবে। নতুন বছরের ফেব্রুয়ারি থেকেই তা শুরু হবে। জানা গিয়েছে, ময়মনসিংহ ক্যান্টনমেন্টে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের সদরদপ্তরে প্রথম দফার ট্রেনিং হবে। তা চলবে প্রায় এক বছর ধরে। এরপর ধাপে ধাপে বাংলাদেশ সেনার ১০টি কমান্ডকেই প্রশিক্ষণ দেবে পাক সেনা। বাংলাদেশ সরকারের এক কর্তা জানিয়েছেন, পাক সেনার জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির সামসাদ মির্জা গত  নভেম্বর মাসে প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছিলেন। তাতে ইতিবাচক সাড়া দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল বকর উজ্জামান। এখানেই শেষ নয়, আগামী ফেব্রুয়ারিতেই করাচি বন্দরে যৌথ মহড়ায় অংশ নেবে পাক ও বাংলাদেশি নৌবাহিনী। এর নাম দেওয়া হয়েছে—আমন ২০২৫। প্রতি দু’বছর অন্তর এই ধরনের মহড়ার আয়োজন করে পাকিস্তান। কিন্তু, বিগত ১৫ বছর এতে অংশ নেয়নি বাংলাদেশ। উল্লেখ্য, ইসলামাবাদের সঙ্গে কোনও রকম সামরিক মহড়ার উপর নিষধাজ্ঞা জারি করেছিল পূর্বতন শেখ হাসিনা সরকার। কিন্তু, ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার পাকিস্তান নিয়ে কোনও রাখঢাক রাখতে চাইছে না। বিশেষত, সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করতে উদ্যোগী হয়েছেন স্বয়ং ইউনুস। সেকারণেই সম্প্রতি আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকও করেছেন তিনি।
18h 18m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা