বিদেশ

বাংলাদেশে ফের পদত্যাগ সংখ্যালঘু উপাচার্যের

ঢাকা, ২৩ ডিসেম্বর: কট্টরপন্থী পড়ুয়াদের আন্দোলনের জেরে ফের পদত্যাগ করলেন বাংলাদেশের আরও এক সংখ্যালঘু উপাচার্য। সূত্রের খবর, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ শুভময় দত্ত পদত্যাগ করেছেন। কারণ হিসেবে তাঁর পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আন্দোলনরত পড়ুয়াদের দাবি মেনে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাজ থেকে অব্যাহতি নিলাম। গত শনিবারই তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মহঃ আনিসুর রহমানের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের সেক্রেটারি মহঃ আজহারুল ইসলাম জানান, উপাচার্য শুভময় দত্তের পদত্যাগপত্র গ্রহণ করেছেন তিনি। পদত্যাগের পর প্রকাশ্যে বিষয়টি নিয়ে কোনওরকম মন্তব্য করেননি শুভময়বাবু। এর আগে দুর্নীতি সংক্রান্ত একাধিক দাবি তুলে আন্দোলন শুরু করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের কট্টরপন্থী পড়ুয়ারা। এমনকী গত শনিবার সকাল থেকে তাঁরা বনানী এলাকার কামাল আতাতুর্ক সড়কও অবরোধ করে বিক্ষোভও দেখান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অযোগ্য আধিকারিকদের সরিয়ে দেওয়ার জন্য স্লোগানও দেয় ওই পড়ুয়ারা। উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর পদত্যাগ করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। সূত্রের খবর, প্রবল চাপের মুখে পড়ে একপ্রকার বাধ্য হয়েই তিনি ইস্তফা দিয়েছিলেন। যদিও পদত্যাগপত্রে অনুপমবাবু লিখেছিলেন, বার্ধক্যজনিত কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শুক্লা রানি হালদারকেও পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ। সে দেশে মহম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার আসার পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু শিক্ষক এবং অধ্যাপকদের তাঁদের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে। এই অভিযোগ অবশ্য বারবারই উঠেছে। এবার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ শুভময় দত্তের ইস্তফা সেই জল্পনাকেই আরও একবার উস্কে দিল।
16h 16m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৎসঙ্গ ও আধ্যাত্মিক ধর্মীয় গ্রন্থ পাঠে মানসিক তৃপ্তি। কাজকর্মের ক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ থেকে উপকৃত...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
22nd     December,   2024
দিন পঞ্জিকা