বিদেশ

৯/১১-র ধাঁচেই রাশিয়ার কাজানে ড্রোন হামলা চালাল ইউক্রেন

মস্কো, ২১ ডিসেম্বর: এবার আমেরিকায় হওয়া ৯/১১-র ধাঁচেই রাশিয়ায় হামলা চালাল ইউক্রেন। রাশিয়ার থেকে তুলনামূলকভাবে কম শক্তিধর দেশ হলেও গত কয়েক বছর ধরে সমানতালে যুদ্ধ চালিয়ে যাচ্ছে জেলেনস্কির দেশ। এবার পুতিনের শহর কাজানের বহুতলে একসঙ্গে আছড়ে পড়ল ইউক্রেনের প্রায় ৬টি ড্রোন। আজ, শনিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভয়ঙ্কর হামলার ছবি এবং ভিডিও। সেটিতে দেখা যাচ্ছে ৯/১১-র ধাঁচেই রাশিয়ার একাধিক বহুতলের উপর আছড়ে পড়ছে ইউক্রেনের ড্রোন। ঘটনার পরই অকুস্থলে পৌঁছয় রুশ সেনাবাহিনী, উদ্ধারকারী দল। এলাকার একাধিক বাড়ি খালি করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া স্কুল-কলেজ এমনকী বিমানবন্দরও। মাটির নীচে সুড়ঙ্গে আশ্রয় নেন বহু মানুষ। মোটের উপর গোটা এলাকায় আতঙ্কের আবহ তৈরি হয়েছে। রুশ সেনা সূত্রে খবর, মোট আটটি ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। যার মধ্যে ৬টি ড্রোন রাশিয়ার বহুতলে এসে পড়ে। এই হামলায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, হামলার আরও বড় ছক ছিল। তবে তা বাস্তবায়িত হয়নি। ইতিমধ্যেই বেশ কয়েকটি ইউক্রেনের ড্রোন গুলি করে ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছে রুশ সেনা।
প্রসঙ্গত,কাজান শহরটি রাজধানী মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে। সম্প্রতি এই শহরেই ব্রিকস দেশগুলির একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। অপরদিকে, গতকালও রাশিয়ার কার্সক এলাকায় হামলা চালায় ইউক্রেন। মিসাইল হামলায় মৃত্যু হয়েছিল ৫ জন রুশ নাগরিকের। আহত হয়েছিলেন আরও ১০ জন। সূত্রের খবর, এই যুদ্ধে জেলেনস্কির পাশেই দাঁড়িয়েছে মার্কিন মুলুক। পুতিনের দেশে হামলা চালাতে ইউক্রেনকে নাগাড়ে অস্ত্রের জোগানও দিয়ে চলেছে তারা। যুদ্ধটা প্রথমে শুরু করেছিল রাশিয়াই। কিন্তু হার মানেনি ইউক্রেনও। গত বেশ কয়েক বছর ধরে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে তাঁরা। ফলে স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন দেখা দিয়েছে, মস্কোর কাছে কী আদৌ মাথা নত করবে কিয়েভ? না কী ইউক্রেনই শেষ হাসিটা হাসবে? এদিন রাশিয়ায় ড্রোন হামলা এমন সম্ভাবনাকেই উসকে দিচ্ছে তা বলাই বাহুল্য।
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা