রাজ্য

নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলায় রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, বাড়ল তাপমাত্রা, কী জানাল হাওয়া অফিস?

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি। আর সেই কারণেই শহর থেকে জেলায় বাড়ছে তাপমাত্রা। প্রবেশ করতে পারছে না উত্তুরে হাওয়া। ফলে উধাও হয়েছে শীত। আজ, শনিবার সন্ধ্যা পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী কাল, রবিবার সকালে কলকাতা সহ সংলগ্ন কয়েকটি জেলায় ঘন কুয়াশার বিশেষ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে পুবালি বাতাসের সঙ্গে অতিরিক্ত পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে। পশ্চিম মধ্য  ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর নিম্নচাপটি শুক্রবার শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-উত্তর পূর্ব অভিমুখে অগ্রসর হবে। তবে গভীর নিম্নচাপটি আর শক্তিশালী না হয়ে সমুদ্রের উপর দুর্বল হয়ে পড়বে বলেই আবহাওয়াবিদদের ধারণা। একদিকে পুবালি বাতাস উষ্ণ জলীয় বাষ্প সমুদ্র থেকে নিয়ে আসছে। অন্যদিকে শুষ্ক ও শীতল উত্তুরে হাওয়া কিছুটা হলেও ঢুকছে। দুই ধরনের বাতাস মিশে গিয়ে বৃষ্টির মেঘ তৈরি করছে। শনিবারের পর উত্তুরে হাওয়া ফের সক্রিয় হওয়ার কারণে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের কমতে শুরু করবে।
আজ, শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি বেশি। গতকাল, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। আজ, শনিবার কলকাতার আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। পাশাপাশি হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাতের পরিমাণ ০০১.৩ মিমি।
5h 5m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা