খেলা

স্টুয়ার্টের অভাব স্পষ্ট, হার মোহন বাগানের

এফসি গোয়া-    ২       :       মোহন বাগান- ১
(ব্রাইসন-২)               (পেত্রাতোস-পেনাল্টি)


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নৌকাডুবি। মাণ্ডবী নদীর জলে তলিয়ে গেল হোসে মোলিনার সাজানো বজরা। শুক্রবার গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে ১-২ গোলে বশ মানল সবুজ-মেরুন ব্রিগেড। উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর বেঙ্গালুরুর কাছে শেষ বার হার মানে মোলিনা-ব্রিগেড। তবে এখনও টেবিল শীর্ষে মোহন বাগান। ১২ ম্যাচে কামিংসদের পয়েন্ট ২৬। সমসংখ্যক ম্যাচে সুনীল ছেত্রীদের পয়েন্ট ২৪। 
 চোটের কারণে গ্রেগ স্টুয়ার্ট নেই। তাঁর অভাব ভোগাচ্ছে দলকে। ৪-২-৩-১ ফর্মেশনে খেলা নিয়ন্ত্রণের জন্য একজন ব্যান্ডমাস্টার প্রয়োজন। ওই পজিশনে পেত্রাতোস সম্পূর্ণ ব্যর্থ। চেষ্টায় বা আন্তরিকতায় কমতি নেই। কিন্তু তিনি চেনা ফর্মের অনেক দূরে। সাহাল আব্দুল সামাদও বড়ই সাদামাটা। তাঁকে নিয়ে বন্দে ভারতের মতো হাইপ। কিন্তু পারফরম্যান্স ভাঙা স্কুটারের মতো। গোটা ম্যাচে খুঁজে পাওয়া যায়নি কেরালাইট ফুটবলারকে। মোহন বাগানের আসল শক্তি দুই উইং হাফ। বরিস সিং আর ইয়াসিরের জোনাল মার্কিংয়ে এদিন হাঁসফাঁস করলেন লিস্টন। অন্যদিকে, মনবীর কয়েকটা স্পেলে জ্বলে উঠলেও ফাইনাল বল সেভাবে বাড়াতে ব্যর্থ। ম্যাচের ১২ মিনিটে গোল হজম করে মোহন বাগান। বাঁ প্রান্ত থেকে কাট করে ঢুকে শট নিয়েছিলেন ব্রাইসন ফার্নান্ডেজ। এক্ষেত্রে টম আলড্রেডের গায়ে লেগে বল দিক পরিবর্তন করে জালে জড়ায় (১-০)।  গোল শোধের সুযোগ মোহন বাগানও পায়। ৩৫ মিনিটে কর্নার থেকে নেওয়া আলবার্তোর হেড প্রতিপক্ষ গোলরক্ষকের হাতে জমা পড়ে। বিরতির আগে সোনার সুযোগ নষ্ট করেন পেত্রাতোস। এক্ষেত্রে মনবীরের মাইনাস থেকে তাঁর শট বাইরে যায়। আর হায়েস্ট পেইড ম্যাকলারেন বিশ্রাম নিলেন ঝিংগানের ছায়ায়। আর কবে দলকে জেতানোর দায়িত্ব নেবেন তিনি?
মোহন বাগান কিছুটা হলেও ম্যাচে ফিরল দ্বিতীয়ার্ধে। ৫৪ মিনিটে পেত্রাতোসের মাইনাস সাদিকুর হাতে লাগে। সবুজ-মেরুনের প্রাক্তনী বড়দিনের উপহার দিলেন পুরনো দলকে। কৃতজ্ঞচিত্তে স্পটকিক কাজে লাগান পেত্রাতোস (১-১)। তবে হ্যামস্ট্রিংয়ে টান লাগায় এরপর তুলে নিতে হয় অজি ফুটবলারকে। পাঞ্জাব এফসি’র বিরুদ্ধে পরের ম্যাচে অনিশ্চিত তিনি। এই পর্বে কার্ল ম্যাকহাগ, বোরহারা চাপ বাড়াতেই ফাঁক তৈরি হল মোলিনার রক্ষণে। ৬৮ মিনিটে বোরহার তুলোর মতো ভেসে আসা ক্রস থেকে গোল করতে ভুল হয়নি ব্রাইসনের (২-১)। গোয়ানিজ তরুণ ফাঁকায় হেড করে জাল কাঁপালেন। সেই মুহূর্তে আশিস রাই কি কোলবার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন? বেগতিক বুঝে আশিক কুরুনিয়ান আর অনিরুদ্ধ থাপাকে মাঠে নামান মোলিনা। গত ম্যাচে দ্রুতগতির আশিক ফালাফালা করে দেন কেরলকে। কিন্তু এভরিডে ইজ নট সানডে। 
মোহন বাগান: গিল, আশিস (কুরুনিয়ান), আলবার্তো, আলড্রেড, শুভাশিস, আপুইয়া (সুহেল), সাহাল, পেত্রাতোস (কামিংস), মনবীর, লিস্টন (অনিরুদ্ধ থাপা) ও ম্যাকলারেন।
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা