দেশ

‘আম্বেদকরের অপমান মানছি না, মানব না’, হুঙ্কার মমতার, আন্দোলনে তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরকে অপমান মানছি না’ বলে গর্জে উঠলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারকে ধিক্কার জানিয়ে তৃণমূলের সর্বস্তরের কর্মীদের আন্দোলনে নামার নির্দেশ দিলেন তিনি। ২৩ ডিসেম্বর দুপুর ২টো-৩টা পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংগঠিত করবে তৃণমূল।
সংসদের অধিবেশনে আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মন্তব্য করেছেন, তা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। সবার প্রথমে গর্জে ওঠে তৃণমূল। পরে বিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলিও সরব হয় অমিত শাহের বিরুদ্ধে। ঘটনাচক্রে শুক্রবার একটি কর্মসূচিতে বাংলায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিনই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে দলের আন্দোলন-কর্মসূচির কথা ঘোষণা করে দেন মমতা। সামাজিক মাধ্যমে মমতা লিখেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের মর্যাদাকে লঙ্ঘন করেছেন এবং আমাদের সংবিধানের জনক বি আর আম্বেদকর এবং সংবিধানের খসড়া কমিটির বাকি সকল বরণীয় এবং স্মরণীয় ব্যক্তিদের প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন তিনি। মমতা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আমাদের সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের অপমান মানছি না, মানব না। এই জাতি বিদ্বেষী বিজেপি সরকারকে ধিক্কার জানাই। সংবিধান বিরোধী বিজেপি বারবার এই মহান দেশের গণতন্ত্রের উপর আঘাত হেনেই চলেছে। যত দিন যাচ্ছে তত তাদের দলিত বিরোধী মুখোশ উন্মোচিত হচ্ছে।
প্রসঙ্গত, বিজেপি নেতাদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে, তপসিলি জাতি, উপজাতি, পিছিয়ে পড়া মানুষদের বারবার আক্রমণ করছেন তাঁরা। কোথাও মারধর, কোথাও কুরুচিকর মন্তব্য দলিত ও আদিবাসী সম্প্রদায়ের মানুষদের উপর বিজেপি নেতারা করছেন বলে অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটেই মমতা জানিয়েছেন, এটা কেবলমাত্র বাবাসাহেবকে অপমান নয়, এটি আমাদের সংবিধানের মেরুদণ্ডের উপর আঘাত এবং আমাদের দলিত ও আদিবাসী ভাই-বোনেদের প্রতি বিশ্বাসঘাতকতা। 
সংবিধানের মূল্যবোধ রক্ষা করার জন্য সকলকে একজোট হয়ে ২৩ ডিসেম্বর পথে নামার আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী। এছাড়া তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে দু’মাসব্যাপী একটি কর্মসূচি নেওয়া হয়েছে। ২৬ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ব্লক ও শহরে কর্মিসভা করবে তৃণমূল মহিলা কংগ্রেস। ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি জেলা সম্মেলন করবে দলের মহিলা শাখা। ৪ জানুয়ারি প্রত্যেকটি জেলায় অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে মিছিল করবে তৃণমূলের মহিলা ব্রিগেড।
আম্বেদকর ইস্যুতে অমিত শাহের বিরুদ্ধে বিক্ষোভ প্রিয়াঙ্কা গান্ধী, কানিমোঝি, ডিম্পল যাদব ও জয়া বচ্চনের। পিটিআই
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা