দেশ

পাকিস্তানের থেকেও বাংলাদেশে বেশি অত্যাচারের শিকার হিন্দুরা

নয়াদিল্লি: বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের আমলের শুরু থেকেই হিন্দু সহ সংখ্যালঘুদের উপর নিগ্রহের অভিযোগ উঠেছে। বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে। শুক্রবার সেই ইস্যুকে সামনে রেখেই এক নয়া তথ্য তুলে ধরলেন বিদেশ রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং। এদিন সংসদে এক প্রশ্নের জবাবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তুলনা টানেন মন্ত্রী। রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে জানান, চলতি বছরে বাংলাদেশে হিন্দুদের উপর ২ হাজার ২০০টি হিংসার ঘটনা ঘটেছে। আর বেশিরভাগই ঘটেছে হাসিনা সরকারের পতনের পর। সেই জায়গায় পাকিস্তানে হিন্দুদের উপর হিংসার ঘটনা মাত্র ১১২টি। অর্থাৎ পাকিস্তানের থেকে প্রায় ২০ গুণ বেশি হিন্দু নির্যাতন চলছে বাংলাদেশে। এটি যথেষ্ট উদ্বেগের বিষয়। মন্ত্রীর পেশ করা তথ্য অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশে হিন্দুদের উপর ৪৭টি  হিংসার ঘটনা ঘটেছিল। ২০২৩ সালে তা বেড়ে হয় ৩০২টি। আর চলতি বছরে পুরো চেহারাটাই বদলে গিয়েছে। বাংলাদেশে হিন্দুদের উপর হিংসার ঘটনা পৌঁছেছে ২ হাজার ২০০-তে। অথচ তুলনামূলকভাবে পাকিস্তানে সেই সংখ্যাটা কমেছে। এই পরিস্থিতির মোকাবিলায় ঢাকাকে দ্রুত পদক্ষেপ করতে বলেছে নয়াদিল্লি। 
সম্প্রতি একটি উস্কানিমূলক পোস্ট করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে যুক্ত করে একটি মানচিত্রের ছবি পোস্ট করেন তিনি। পাশাপাশি লেখেন, ভারতের উচিত বাংলাদেশের এই গণজাগরণকে স্বীকৃতি দেওয়া। যার মাধ্যমে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। বৃহস্পতিবার এর তীব্র নিন্দা করেছে বিদেশ মন্ত্রক। এদিন প্রতিবেশী দেশের নেতাদের সতর্ক করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন,‘ জনসমক্ষে কোনও মন্তব্য করার ক্ষেত্রে সবাই যেন সচেতন হন।’ এরই মধ্যে শুক্রবার মৃত্যু হয়েছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অসামরিক বিমান, ভূমি ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফের। জানা গিয়েছে, একসময় কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন আরিফ।
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা