দেশ

কাশ্মীরে শুরু হাড় কাঁপানো ঠান্ডার ইনিংস ‘চিল্লাই কালান’

ফিরদৌস হাসান, শ্রীনগর : রাতদিন তুষারপাত। হাড় কাঁপানো ঠান্ডা বাতাস। হিমাঙ্কের নীচে তাপমাত্রা। ২০ ডিসেম্বর, শুক্রবার থেকে কাশ্মীরে শুরু হল ‘চিল্লাই কালান’। শেষ ৩১ জানুয়ারি। ৪০ দিনেরও বেশি এই সময়কালে কাশ্মীর যেন এক তুষারাবৃত উপত্যকা।
চিল্লাই কালান শুরু হওয়ার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার এপর্যন্ত মরশুমের শীতলতম রাতের সাক্ষী থেকেছে উপত্যকা। গতরাতে তাপমাত্রা ছিল মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন শ্রীনগরে তাপমাত্রা মাইনাস ৬.২ ডিগ্রি সেলসিয়াস ও গুলমার্গে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস। তুষারপাতের পাশাপাশি আকাশও মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর এই পরিস্থিতিতে স্থানীয় নানা পন্থা অবলম্বন করে ঠান্ডার সঙ্গে লড়াই করতে প্রস্তুত কাশ্মীরের বাসিন্দারা। কাঙড়ি (গরম কয়লা ভর্তি মাটির পাত্র) সঙ্গে নিয়েই বেরিয়ে পড়েছেন তাঁরা। বাড়িতে বা কাজের জায়গার পরিবেশ উষ্ণ রাখতে বুখারিসের (কাঠ জ্বালানোর বড় জায়গা)  ব্যবস্থা রয়েছে। শ্রীনগরের বাসিন্দা আবদুল রশিদের কথায়, চিল্লাই কালান আমাদের কাছে সহ্যশক্তির পরীক্ষা। একথা সত্যি, এইসময় দৈনন্দিন জীবনযাপনে খুব সমস্যা হয়। তবে ঠান্ডার বিরুদ্ধে লড়তে আমরা প্রস্তুত। এই ঠান্ডার মধ্যেই গুলমার্গ, পহেলগাঁও সহ কাশ্মীরের নানা জায়গায় ক্রমে বাড়তে থাকে পর্যটকদের আনাগোনা। ৩১ জানুয়ারির পর ২০ দিন ধরে চলে চিল্লাই খুর্দ ও তারপরের ১০ দিনকে বলা হয় চিল্লাই বাচ্চা।
এদিকে, জম্মু-কাশ্মীর ও লাদাখ অঞ্চলজুড়ে তীব্র শীতপ্রবাহের জেরে উদ্বিগ্ন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, শীতের মাসগুলিতে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং শ্বাসযন্ত্রে সংক্রমণের আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। তথ্য বলছে, এসএমএইচএস হাসপাতাল এবং এসকেআইএমএস সৌরাতে এখন প্রতিদিন গড়ে ১৫ জন হৃদরোগে আক্রান্ত রোগী আসছেন। যা বছরের অন্য সময়ের তুলনায় উল্লেখযোগ্য বেশি। হৃদরোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রবল ঠাণ্ডায় দেহে নানা পরিবর্তন ঘটে। পরিবর্তন ঘটে ধমনীর সংকোচনে। ডাক্তার সাজিদের মতে, ধূমপান, চড়া কোলেস্টেরল, দীর্ঘক্ষণ বসে থাকা ও উচ্চ রক্তচাপের মতো কারণে বাড়ে হৃদরোগের আশঙ্কা। তিনি  আরও বলেন, ‘শীতের মরসুমে এই সমস্ত কারণ হার্ট অ্যাটাকের আশঙ্কা আরও বাড়িয়ে দেয়। আক্রান্তদের প্রায় ২০ শতাংশের বয়স ৪০ বছরের কম।’ ডাক্তার সাজিদ সতর্ক করে দিয়েছেন যে, প্রবল শীতে ভোরে এবং সন্ধ্যাবেলা স্ট্রোকের আশঙ্কা বৃদ্ধি পায়। এছাড়া অ্যাজমা, সিওপিডির মতো সমস্যা যাঁদের আছে তাঁদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। শীতকালে শিশু এবং প্রবীণ ব্যক্তিদের বেশি সতর্ক হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন শহরের বিশিষ্ট চেস্ট স্পেশালিস্ট ডাঃ মহম্মদ আমিন। তিনি বলেন, ‘শীতকালে শ্বাসযন্ত্রে সংক্রমণের ঘটনা বৃদ্ধি পায়। বিশেষত শিশু ও বয়স্ক ব্যক্তিরা এই সময় ঘন ঘন অসুস্থ হয়ে পড়েন।’
6h 6m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা