দেশ

অমিত শাহের সফর ঘিরে আগরতলায় কড়া নিরাপত্তা

বিশেষ সংবাদদাতা, আগরতলা: শুক্রবার আগরতলায় শুরু হয়েছে উত্তর-পূর্বাঞ্চলীয় পরিষদের (এনইসি) দু’দিনের অধিবেশন। আর এই বৈঠক ঘিরে কার্যত দূর্গে পরিণত হয়েছে ত্রিপুরার রাজধানী। শহরে নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল। সেইসঙ্গে আন্তর্জাতিক সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। অধিবেশনে যোগ দিতে এদিন রাতেই শহরে এসে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 
‘প্রজ্ঞা ভবনে’ আয়োজিত অধিবেশনের প্রথম দিনে অনুষ্ঠিত হয় টেকনিক্যাল সেশন। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। আজ, শনিবার অধিবেশনে সভাপতিত্ব করবেন শাহ। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ উত্তর-পূর্বাঞ্চলের সবক’টি রাজ্যের মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে অতিথিদের জন্য উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে নৈশভোজের আয়োজন করা হয়েছে।
এনইসি’র অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি রাজ্যের ব্রু শরণার্থী পুনর্বাসন কেন্দ্রে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তাঁর এই সফরে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর আগরতলাকে। রাজ্য অতিথিশালা থেকে প্রজ্ঞা ভবন—সর্বত্রই চিত্রটা প্রায় এক। আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিএসএফ ও নিরাপত্তা কর্মীদের নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। রাজ্য পুলিসের ডিআইজি অমিতাভ রঞ্জন জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে গোটা রাজ্যে ১০ হাজারেরও বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি আগরতলায়। আগামী তিনদিন আগরতলায় যান চলাচলে বিধিনিষেধ জারি করেছে পুলিস। 
6h 6m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা