দেশ

একাধিক গাড়িতে এলপিজি ট্যাঙ্কারের ধাক্কা, বিস্ফোরণে দগ্ধ হয়ে মৃত ১১

জয়পুর: জয়পুর-আজমির হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। এলপিজি গ্যাসের ট্যাঙ্কারের সঙ্গে একাধিক গড়ির সংঘর্ষ। ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু। জখম প্রায় ৪০ জন। তাঁদের মধ্যে অন্তত ২৫ জনের অবস্থা সঙ্কটজনক। শুক্রবার সকালে ভাংক্রোটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি কয়েকটি গাড়িতে ধাক্কা মারে। তারপরই ট্যাঙ্কারটি লিক হয়ে যায়। গোটা এলাকায় এলপিজি ছড়িয়ে পড়ায় দ্রুত আগুন ধরে যায়। অন্তত ৩০০ মিটার এলাকাজুড়ে লেলিহান শিখায় দগ্ধ হয়ে যায় অন্তত ৩০টি গাড়ি। আগুন ছড়িয়ে পড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। পুলিস সূত্রে খবর, জখমদের এসএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। টুইট করে তিনি মৃতদের পরিবারের উদ্দেশে সমবেদনা জানান। পাশাপাশি জখমদের দ্রুত আরোগ্যও কামনা করেন। একইসঙ্গে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং জখমদের ৫০ হাজার টাকা করে সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছে যান জয়পুরের পুলিস কমিশনার বিজু জর্জ জোসেফ। অন্তত ২০টি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। 
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাস্তার উপর জ্বলন্ত অবস্থায় একের পর এক গাড়ি দাঁড়িয়ে। সাহায্যের জন্য দগ্ধ অবস্থাতেই চিৎকার করছেন বাচ্চা থেকে বয়স্ক নারী-পুরুষ। রাজসমুন্দ থেকে জয়পুরে যাচ্ছিলেন সুনীল। সঙ্গে তাঁর বন্ধু। সুনীল বলেন, ‘আমি ও আমার বন্ধু জয়পুরে যাচ্ছিলাম। হঠাৎই আমাদের বাসের কাছে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই চারদিক আগুন জ্বলে যায়। যেদিকেই তাকাই সেখানে শুধু লেলিহান শিখা। আমাদের বাসেও সেই আগুন ছড়িয়ে পড়ে। যাত্রীরা বেরতে গিয়ে দেখেন, দরজা বন্ধ হয়ে গিয়েছে। তারপর ইমার্জেন্সি জানলা ভেঙে সকলে বাইরে বের হন। অন্তত 
এক কিলোমিটার পর্যন্ত সেই আগুন ছড়িয়ে পড়ে।
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা