কলকাতা

বাইপাসের ধারে ঝুপড়িতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই শতাধিক ঝুপড়ি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীতের দুপুরে তীব্র আর্তনাদ বাইপাসের ধারের বসতি এলাকায়। জামা-কাপড়, ঘটি-বাটি, নথিপত্র নিয়ে উদভ্রান্তের মতো ছুটে বেড়াচ্ছেন বাসিন্দারা। কারও কোলে আবার দুধের শিশু। চিৎকার করে কাঁদছে মহিলা-শিশুরা। চোখের সামনে দাউ দাউ করে জ্বলছে তাঁদের বাসস্থান।  
শুক্রবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়। ই এম বাইপাসের ধারে অভিজাত বহুতলের পাশে খালধারের বসতি। প্রায় পাঁচশো ঝুপড়ি রয়েছে সেখানে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ একটি ঝুপড়ি থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। স্থানীয়রাই সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু, আচমকা ওই ঝুপড়িতে থাকা একটি গ্যাসের সিলিন্ডার ফেটে যায়। তাতেই আগুন ছড়িয়ে পড়ে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন আশপাশের ঝুপড়িকে গ্রাস করে। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রাই দমকলে খবর দেন। প্রাথমিকভাবে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন। ঘটনাস্থলে দমকল আসার আগে আরও বিধ্বংসী আকার নেয় আগুন। একের পর এক সিলিন্ডার ফাটতে শুরু করে। আতঙ্কে এলাকায় ছোটাছুটি শুরু করেন মহিলা থেকে শিশুরা। 
আগুনের বীভৎসতা দেখে আরও ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। সেখানে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিসও। ঘটনাস্থল থেকে আবাসিকদের বেশ কিছুটা দূরে নিয়ে যাওয়া হয়। লালবাজার সূত্রে খবর, আগুন সম্পূর্ণভাবে নেভাতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে। পুলিস জানিয়েছে, এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল বিভাগ। এদিন অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান দমকলমন্ত্রী সুজিত বসু ও স্থানীয় বিধায়ক জাভেদ খান। মন্ত্রী বলেন, এই জমিটি সেচদপ্তরের। সেখানেই আগুন লাগে। প্রায় শতাধিক ঝুপড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। প্রায় ১৬-১৭টি সিলিন্ডার ফেটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। স্থানীয় বিধায়কের কথায়, বহু বাসিন্দার আসবাব থেকে নথিপত্র সবই পুড়ে গিয়েছে। কিছু জিনিসপত্র কেউ কেউ বের করতে পেরেছেন। তাঁদের পুরসভার তরফে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আজ, শনিবার থেকেই ধ্বংসস্তূপ পরিষ্কার করার কাজ শুরু হবে। এদিন বাইপাসের ধারে এই ঘটনার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। রুবি মোড় থেকে সায়েন্স সিটি ক্রসিং পর্যন্ত 
পৌঁছতে যাত্রীদের প্রায় সওয়া একঘণ্টার বেশি সময় লেগেছে। আম্বেদকর ফ্লাইওভারে একের পর এক গাড়ি দাঁড় করিয়ে যাত্রীরা আগুনের দৃশ্য দেখতে শুরু করেন। পরিস্থিতি সামলাতে সেখানে পৌঁছে যান ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার (দক্ষিণ) অমিতকুমার সাউ। তিনি নিজে যান নিয়ন্ত্রণে রাস্তায় নামেন। প্রায় ঘণ্টা দু’য়েক পর পরিস্থিতি স্বাভাবিক হয়। - নিজস্ব চিত্র
5h 5m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা