কলকাতা

টাকা নিয়ে ভুয়ো বার্থ সার্টিফিকেট, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: টাকার বিনিময়ে ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ উঠেছে ডোমজুড়ের বেগড়ি পঞ্চায়েতের এক সদস্যের বিরুদ্ধে। ডোমজুড় থানায় এনিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন শেখ হাফিজুল নামে স্থানীয় এক বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেগড়ি পঞ্চায়েতের ওই তৃণমূল সদস্য কেশবপুর দক্ষিণপাড়া এলাকায় তাঁর বাড়িতেই একটি সাইবার কাফে চালান। সেখানে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, আধার কার্ড সহ বিভিন্ন ধরনের নথির জন্য অনলাইনে আবেদনের কাজ চলে। কেশবপুর গ্রামেরই বাসিন্দা হাফিজুলের অভিযোগ, ওই পঞ্চায়েত সদস্য তাঁর তিন বছরের পুত্রসন্তানের বার্থ সার্টিফিকেট ব্যবস্থা করে দেন। এর জন্য আড়াই হাজার টাকা নিয়েছিলেন তিনি। ছেলের সেই বার্থ সার্টিফিকেট নিয়ে আধার কার্ড তৈরি করাতে গিয়ে হাফিজুল জানতে পারেন, সেটি ভুয়ো শংসাপত্র। তারপরই ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। হাফিজুল বলেন, ‘আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। শুধু বার্থ সার্টিফিকেট নয়, ওই পঞ্চায়েত সদস্য টাকার বিনিময় জাল আধার কার্ডও বানিয়ে দিচ্ছেন। অনেক গ্রামবাসী প্রতারিত হচ্ছেন। তাই পুলিসের দ্বারস্থ হয়েছি।’ বৃহস্পতিবার এই অভিযোগ পেয়েই তদন্তে নামে ডোমজুড় থানার পুলিস। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর। তাঁর বাড়ির সাইবার কাফেতে অনলাইন আবেদনের যেসব কাজকর্ম চলত, সেসব খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, এই ঘটনার সঙ্গে পঞ্চায়েত বা দলের সম্পর্ক নেই।
8h 8m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা