কলকাতা

স্ক্রু ড্রাইভার দিয়ে আলমারি খুলে সোনার চেন সাফাই, ধৃত ঝাড়ুদার

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বাড়ির আলমারি থেকে চুরি গিয়েছিল ৩টি সোনার চেন। যার মূল্য কয়েক লক্ষ টাকা। পরিবারের সদস্যরা সন্দেহ করেছিলেন পরিচারিকাকে। তাঁর বিরুদ্ধে লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু, তদন্তে দেখা গেল উল্টো ঘটনা। পরিচারিকা চুরির ঘটনায় যুক্ত নয়! চুরি করেছেন মহিলা ঝাড়ুদার। শুধু তাই নয়, স্ক্রু ড্রাইভার দিয়ে সে আলমারি খুলেছিল। এই কাণ্ডে পুলিসের অনুমান, অভিজ্ঞতা না থাকলে এভাবে আলমারি খোলা অসম্ভব। অতীতে সে কোথাও এই ধরনের ঘটনার ঘটিয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিস।
পুলিস জানিয়েছে, গত ১০ ডিসেম্বর এই চুরির ঘটনা ঘটেছিল। সেদিন বাড়িতে ছিলেন এক প্রবীণ সদস্য। বাকিরা ছিলেন না। সেই সুযোগে চুরি হয়। আলমারির লক ভাঙা দেখে পরিবারের সদস্যরা পরিচারিকাকেই সন্দেহ করেন। কারণ তিনি ওইদিন বাড়িতে এসেছিলেন। পুলিস ওই পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু, বিভিন্ন তথ্যপ্রমাণ খতিয়ে দেখে পুলিস বুঝতে পারে, চুরি করেছে অন্য কেউ। তারপর পুলিস বাড়িতে গিয়ে ফের তদন্ত শুরু করে। প্রশ্ন, ওই বাড়িতে আর কে আসে? পরে পরিবারের সদস্যরা বলেন, এক মহিলা ঝাড়ুদার রয়েছে। এখান থেকেই সূত্র পায় পুলিস। তারপর তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করতেই সে চুরির কথা স্বীকার করে। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
জেরায় সে পুলিসকে জানিয়েছে, তার টাকার খুব দরকার। তা‌ই সে চুরির পরিকল্পনা করেছিল। ৩টি সোনার চেনের মধ্যে দু’টি চেন দোকানে বিক্রি করে দিয়েছে। একটি চেন একজনকে বন্ধক দিয়েছে। তিনটি সোনার চেন থেকে সে মোটা অঙ্কের টাকা পেয়েছিল। যদিও গ্রেপ্তারের পর পুলিস ওই টাকা ফেরত করিয়ে তিনটি সোনার চেনই উদ্ধার করেছে। পুলিস জানিয়েছে, মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার পর ওই সোনার চেন পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হবে।
8h 8m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা