কলকাতা

ছিনতাইয়ে বাধা পেয়ে বৃদ্ধাকে কুপিয়ে খুন হাবড়ায়, গ্রেপ্তার প্রতিবেশী যুবক

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাড়িতে অন্যরা ছিলেন না। একা রান্না করছিলেন বৃদ্ধা। বাড়িতে ঢুকে তাঁর কানের সোনার দুল ছিনতাইয়ের চেষ্টা করেছিল প্রতিবেশী যুবক। বাধা দিতেই তাঁকে ধারালো অস্ত্রের কোপ মারে সে। আর এর জেরেই মৃত্যু হল বৃদ্ধার। শুক্রবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাবড়া পুরসভার আক্রমপুরে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম অনিমা বিশ্বাস (৭০)। অভিযুক্ত যুবক রাজু দাসকে (২৪) পুলিস গ্রেপ্তার করেছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়ার আক্রমপুর শ্মশানপাড়ার বাসিন্দা অনিমা বিশ্বাস। তাঁর ছেলে বাইরের কাজ করেন। বাড়িতে বউমা ও নাতি থাকেন। এদিন দুপুরে অনিমা রান্না করছিলেন। নাতি গিয়েছিল স্কুলে আর বউমা গিয়েছিলেন বাড়ির বাইরে কাজে। তখন প্রতিবেশী যুবক রাজু হঠাৎ তাঁদের বাড়িতে আসে। ‘টার্গেট’ করে অনিমার কানে থাকা সোনার দুল। জোর করে তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। আর তাতে বাধা দেন তিনি। রাজু তখন হাতে থাকা দায়ের কোপ মারে বৃদ্ধার কাঁধে। রক্তাক্ত অবস্থায় অনিমাকে উদ্ধার করে প্রথমে হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বারাসত মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। পথেই তাঁর মৃত্যু হয়। 
খবর পেয়ে হাবড়ার এসডিপিও প্রসেনজিৎ দাসের নেতৃত্বে পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্ত যুবক রাজুকে পুলিস গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, নেশার টাকা জোগাড় করতেই রাজু বৃদ্ধার সোনার দুল ছিনতাই করার চেষ্টা করে। বাধা পেতেই খুন। স্থানীয় বাসিন্দা মিতা মালিক, দিপালী বর বলেন, বৃদ্ধাকে খুন করে দৌড়ে পালানোর চেষ্টা করছিল। অভিযুক্তের কঠোর শাস্ত চাই।
9h 9m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা