খেলা

খালিদ কাঁটা উপড়ে ফেলতে তৈরি ইস্ট বেঙ্গল

শিবাজী চক্রবর্তী, কলকাতা: একজন বুনো ওল। অন্যজন বাঘা তেঁতুল। প্রচারের বৃত্তে থাকার বদলে লো-প্রোফাইলে থাকাই ওঁদের পছন্দ। শনিবারের ইস্ট বেঙ্গল বনাম জামশেদপুর এফসি’র ম্যাচ আদতে দুই হেডমাস্টারের স্ট্র্যাটেজির ডুয়েল। ভারতীয় ফুটবলে অস্কার ব্রুজোঁ পুরনো মুখ। হাড়ে হাড়ে চেনেন খালিদ জামিলকে। শত্রুর মুখোমুখি হওয়ার আগে  বেশ সতর্ক লাল-হলুদের স্প্যানিশ কোচ। অস্কারের মন্তব্য, ‘ওরা ফিজিক্যাল ফুটবল খেলে। ডেড বল মুভে বেশ ভয়ঙ্কর। এক ইঞ্চিও জমি ছাড়া যাবে না।’ অন্যদিকে খালিদও জল মাপছেন। জামশেদপুর কোচ বললেন, ‘অ্যাওয়ে ম্যাচে লক্ষ্য বদলাচ্ছে না। তিন পয়েন্ট পেলে অনেকটা এগিয়ে যাব।’ 
চলতি আইএসএলে ১০ ম্যাচে জামশেদপুরের পয়েন্ট ১৮। তবে শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই হেরে একটু চাপে ইস্পাতনগরীর দল। অন্যদিকে, পাঞ্জাবের বিরুদ্ধে রুদ্ধশ্বাস কামব্যাক তাতিয়ে দিয়েছে ক্লেটনদের। জোশ কাজে লাগিয়ে হোম ম্যাচে জামশেদপুর কাঁটা উপড়ে ফেলতে মরিয়া অস্কার। তবে ম্যাচের আগের দিন তাঁর অনুশীলন দেখে অনেকেই বিস্মিত। ডেভিড আর জিকসনকে প্রথম এগারোর বাইরে রেখে দল সাজাচ্ছেন স্প্যানিশ হেডস্যার।  আগের ম্যাচের উইনিং কম্বিনেশনে দুটো পরিবর্তন আসতে পারে। মাথায় চোট পাওয়া নাওরেম মহেশের পরিবর্তে শুরু থেকে বিষ্ণুর খেলার সম্ভাবনা। তবে মহেশ ফিট। দলের সঙ্গে অনুশীলনও করলেন। একইসঙ্গে গ্রিক স্ট্রাইকার দিয়ামানতাকোসকে নামিয়ে ঝটকা দেওয়ার ভাবনা রয়েছে অস্কারের। কিন্তু পাঞ্জাব বধের নায়ক ডেভিড ছন্দে আছেন। গোল করে আত্মবিশ্বাস তুঙ্গে। মিজো স্ট্রাইকারকে শুরুতে লুকিয়ে রাখার সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত? পাশাপাশি অন্য মতও আছে। দিয়ামানতাকোস পুরো নব্বই মিনিট খেলার মতো ফিট নন। তাই ডেভিডকে আগুনের মুখে না ঠেলে রয়ে সয়ে ব্যবহার করাই যুক্তিযুক্ত। গত ম্যাচে অনভ্যস্ত সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে ভালোই ভরসা দিয়েছেন আনোয়ার। শাটল ককের মতো তাঁকে না ঘুরিয়ে শনিবার মাঝমাঠেই খেলাতে চাইছেন অস্কার। সেক্ষেত্রে জিকসন পরে নামবেন। আর তালালের বদলে বল ফিড করার দায়িত্ব ক্লেটনের উপর বর্তাবে। শুক্রবারের অনুশীলনে অনেক চনমনে ব্রাজিলিয়ান ফুটবলার।  শনিবার তিন পয়েন্ট পেলে সুপার সিক্সের আশা জিইয়ে রাখবে লাল-হলুদ ব্রিগেড। দামামা বাজিয়ে অস্কারের সাফ কথা, ‘ফুটবলারদের বলেছি, বছরের শেষ হোম ম্যাচে তিন পয়েন্ট চাই-ই চাই।’ কোচের বডি ল্যাঙ্গুয়েজেও লড়াকু ভাব ফুটে বেরোচ্ছে।
(যুবভারতীতে ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে)
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা